কলকাতা: আইসিসির (ICC) পরবর্তী চেয়ারম্যান হবেন জয় শাহ (Jay Shah), তা মঙ্গলবারেই নিশ্চিত হয়ে গিয়েছে। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে (Greg Barclay) জানিয়ে দিয়েছিলেন, তৃতীয়বার এই পদের নির্বাচনে লড়তে চান না। তারপর বিসিসিআই (BCCI) সচিবের ওই পদে বসা ছিল সময়ের অপেক্ষা। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে জয় শাহের কার্যকাল। তার আগেই ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি। টেস্ট ক্রিকেটের উপর বাড়তি নজর দেবেন তা স্পষ্ট করে দিলেন।
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইংল্যান্ড কোচ এরিকসন
শাহ বলেন, “টি২০ স্বাভাবিকভাবেই উত্তেজক ফর্ম্যাট, তবে সবার কাছে টেস্ট ক্রিকেট অগ্রাধিকার থাকাটা গুরুত্বপূর্ণ কারণ এটাই আমাদের খেলাটির ভিত্তি। আমাদের দেখতে হবে যেন দীর্ঘ ফর্ম্যাটের প্রতি ক্রিকেটাররা আগ্রহী হয়, এই লক্ষ্যের প্রতি আমাদের প্রচেষ্টা থাকবে।”
২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। তা নিয়ে শাহ বলেন, “অলিম্পিক্সে ঐতিহাসিক অভিষেক ঘটতে চলেছে ক্রিকেটের, আমরা এক উঁচু পাথরের সামনে দাঁড়িয়ে আছি। এই সন্ধিক্ষণ স্রেফ মাইলফলক নয়, বরং এই অসাধারণ খেলার সঙ্গে যুক্ত আমাদের এক জোরালো দাবি। এই উত্তেজক পর্যায়ে আইসিসিকে নেতৃত্ব দেওয়া আমার কাছে গর্বের।”
দেখুন অন্য খবর: