কলকাতা: জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে আর আইপিএলের (IPL) লাইভ স্ট্রিমিং হবে না। এমনকী এই অ্যাপে দেখা যাবে না কোনও ক্রীড়া ইভেন্টই। এ বছরের ফেব্রুয়ারি মাসে ডিজনির (Disney) সঙ্গে সংযুক্ত হয়েছে রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। তারাই এই সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে সমস্ত খেলাধুলো দেখানো হবে ডিজনি প্লাস হটস্টারেই (Disney Plus Hotstar)। এতদিন জিও সিনেমার হাতে আইপিএল সহ ভারতে আয়োজিত সমস্ত খেলার প্রচার স্বত্ব ছিল জিও সিনেমার কাছে এবং আইসিসি (ICC) প্রতিযোগিতার স্বত্ব ছিল ডিজনি প্লাস হটস্টারের কাছে।
ডিজনি এবং রিলায়ান্সের মধ্যে ফেব্রুয়ারি মাসে ৮.৫ বিলিয়ন ডলারের (প্রায় ৭১,৪৫৫ কোটি টাকা) চুক্তি হয়েছিল। দুই সংস্থার চুক্তিতে তাদের আওতায় চলে এসেছে ১২০টি টিভি চ্যানেল এবং দুটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এখনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সূত্রের খবর, আইপিএল ২০২৫ সহ সমস্ত ক্রীড়া ইভেন্ট দেখানো হবে হটস্টারে।
আরও পড়ুন: নেটে বোলিং করলেন শামি, দলে ফিরবেন কবে?
শোনা যাচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়ার কারণ লাইভ সম্প্রচারে হটস্টারের প্রযুক্তিগত উৎকর্ষ। এও শোনা যাচ্ছে, সমস্ত ক্রীড়া ইভেন্ট হটস্টারে চলে যেতে পারে ২০২৫ সালের জানুয়ারি মাসে। প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপে রেকর্ড ভিউয়ারশিপ
দেখুন অন্য খবর: