কলকাতা: স্যর অ্যালিস্টার কুকের (Sir Alistair Cook) রেকর্ডে ভাগ বসিয়েছেন জো রুট (Joe Root)। এতদিন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩টি টেস্ট সেঞ্চুরি ছিল কুকের। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তাঁকে ছুঁলেন রুট। অনবদ্য এই মাইলস্টোন সদ্য প্রয়াত গ্রাহাম থর্পকে (Graham Thorpe) উৎসর্গ করেছেন তিনি।
আরও পড়ুন: সর্বকালের সেরা আইপিএল ১১ বাছলেন অশ্বিন
রুটের দীর্ঘদিনের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন থর্প। অগাস্ট মাসের গোড়ায় মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। রেকর্ড ছুঁয়ে তাঁকে সম্মান জানাতে ভুললেন না ইংল্যান্ডের তারকা ব্যাটার। প্রথম দিনের শেষে রুট বলেন, আমি ভাগ্যবান যে বহু সিনিয়র খেলোয়াড়, কোচেদের সঙ্গে কাজ করেছি। থর্পি এমন একজন যিনি আমায় অনেক কিছু দিয়েছেন। তাঁকে আমি ভীষণভাবে মিস করব। আমার খেলা, কেরিয়ারে তাঁর প্রচুর অবদান রয়েছে। আজ আমি যেখানে পৌঁছেছি তা থর্পের সাহায্য ছাড়া সম্ভব হত না।
A record 33rd Test century for Joe Root 🙌#WTC25 | #ENGvSL: https://t.co/vCjeRhBcgB pic.twitter.com/xYcBOBNGX9
— ICC (@ICC) August 29, 2024
গতকাল টসে জিতে বোলিং নিয়েছিল শ্রীলঙ্কা (Sri Lanka)। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে ইংল্যান্ড। ৭৪ রানে অপরাজিত আছেন গাস অ্যাটকিনসন। তবে গতকাল একটা সময়ে চাপে পড়ে গিয়েছিল ইংলিশরা। ড্যান লরেন্স, অধিনায়ক অলি পোপ, হ্যারি ব্রুক দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন। জেমি স্মিথও বেশিক্ষণ টিকতে পারেননি। একা জো রুট একটা দিকে দাঁড়িয়ে ছিলেন। শেষ পর্যন্ত ১৪৩ রান করে আউট হন তিনি।