ওয়েব ডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটি (Man City) ছাড়তে চলেছেন কেভিন ডি ব্রুইনা (Kevin de Bruyne)। শুক্রবার তিনি জানালেন, এই মরসুমের শেষে তাঁর চুক্তি শেষ হবে এবং বিদায় নেবেন তিনি। ডি ব্রুইনার বিদায়ে সিটিতে একটা যুগের অবসান হতে চলেছে। সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) তাঁর অন্যতম সেরা অস্ত্রকে সম্মান জ্ঞাপন করে বললেন, “এই দেশ এবং ক্লাবে খেলা অন্যতম সেরা মিডফিল্ডার তাতে কোনও সন্দেহ নেই। আমরা প্রচুর ট্রফি জিতেছি এবং তার প্রত্যেকটাতে ওর অবদান আছে।”
গত মরসুমের বেশ খানিকটা সময় চোটে মাঠের বাইরে ছিলেন ডি ব্রুইনা। এ মরসুমে খেলছেন তবে আগের ফর্ম নেই। কিন্তু এখনের পারফরম্যান্স দেখে বেলজিয়ান ফুটব্লারকে বিচার করা যাবে না। মিডফিল্ড মায়েস্ত্রো বলতে যা বোঝায় ডি ব্রুইনা ঠিক তাই। পাসিং, ফিনিশিং, ড্রিবলিং, সবেতেই পারদর্শী ছিলেব তিনি।
আরও পড়ুন: যুবভারতীতে পাশা উল্টাবে, আশাবাদী মোহনবাগান কোচ
শুধুমাত্র প্রিমিয়ার লিগেই (Premier League) ৭০টি গোল এবং ১১৮টি অ্যাসিস্ট আছে তাঁর। ছ’ বার লিগ জিতেছেন, লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দু’বার এবং সেরা প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন তিনবার। এছাড়া এফএ কাপ (FA Cup), লিগ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) পায়ের জাদু দেখিয়েছেন।
ম্যান সিটির হয়ে এক সময়ে মাঝমাঠ নিয়ন্ত্রণ করতেন দাভিদ সিলভা। তাঁর যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছিলেন ডি ব্রুইনা। কিছু ক্ষেত্রে সিলভাকে ছাপিয়ে গিয়েছেন তিনি। এবার তাঁর শূন্যস্থান পূরণ করার লোক খুঁজতে হবে গুয়ার্দিওলাকে, যা অত্যন্ত কঠিন কাজ, প্রায় অসম্ভব।
দেখুন অন্য খবর: