দুবাইঃ বোলারদের হাত ধরেই ফের প্লে অফের রাস্তায় কলকাতা নাইট রাইডার্স| সানরাইজার্স হয়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল নাইটরা| প্লে অফের পথে বোলাররা অক্সিজেন জোগালেও, পরের ম্যাচটা জিততেই হবে তাদের|
পঞ্জাবের বিরুদ্ধে হারার পরই নাইটদের মসৃণ পথটা দুর্গম হয়ে গিয়েছিল| শেষ চারের টিকিট পেতে বহু হিসাব নিকাষ করতে হচ্ছে তাদের| সেইসময়ই তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল সানরাইজার্স হায়দরাবাদ| শুধু জিতলে হবে না, ভাল অ্যাভারেজও রাখতে হবে তাদের|
সেইসব কথা মাথায় রেখেই রবিবার নেমেছিল নাইট বাহিনী| এদিনই প্রথমবার দ্বিতীয় পর্বের আইপিএলে দেখা গেল শাকিব অল হাসানকে| এছাড়া অবশ্য নাইটদের প্রথম একাদশে আর কোনও পরিবর্তন ছিল না|
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন| লক্ষ্যটা ছিল নাইটদের সামনে বড় রান করা| কিন্তু সাউদি, বরুণ এবং মাভিদের দাপটে তা করতে একেবারেই ব্যর্থ হায়দরাবাদ শিবির| শুরুতেই হায়দরাবাদের ওপেনিং জুটিকে সাজঘরে ফিরিয়ে ধাক্কাটা দেন টিম সাউদি| জেসন রয় এবং ঋদ্দিমান সাহা তাঁর শিকার|
উইলিয়ামসনকে রান আউট করেন শাকিব| ম্যাচ তখন থেকেই নাইটদের দখলে| তবে রাশ আর হাল্কা করেননি নাইট রাইডার্স বোলাররা| সাউদির পাশাপাশি দুটো করে উইকেট বরুণ চক্রবর্তী এবং শিবম মাভিদেরও| ১১৫ রানেই শেষ হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস|
সামনে সহজ লক্ষ্য| পরপর বেশ কয়েকটা ম্যাচে খারাপ আউট হয়েছেন শুভমন গিল| এদিন আর কোনও ভুল করেননি| ৫৭ রানের ইনিংস খেলে নাইটদের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়ে যান তিনি| এদিন অবশ্য ব্যর্থ ভেঙ্কটেশ, এবং রাহুল ত্রিপাঠি দুজনেই| যদিও তাতে নাইটদের জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি|
পরপর কয়েকটা উইকেট হারিয়ে খানিকটা চাপ বাড়লেও,সুন্দর ভাবে সবটা সামাল দিয়ে দেন নীতিশ রানা ও দীনেশ কার্তিক| ম্যাচ অবশ্য শেষ ওভার পর্যন্ত গড়ায়| যদিও নাইটরা বিশেষ তাড়াহুড়ো করেনি বলেই এমনটা হয়েছে| দু বল বাকি থাকতেই ম্যাচ জিতে ২ পয়েন্ট পাকা করে নাইট রাইডার্স|
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও চার নম্বরেই নাইট রাইডার্স| মাঝে বেশ কয়েকটা দিন সময় রয়েছে| ৭ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের, তবেই আশা জিইয়ে থাকবে তাদের|