আমেদাবাদ: ম্যাচ এতটা একপেশে হবে কে ভেবেছিল? সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং শক্তি ভয় পাওয়ার মতোই। সেই ব্যাটিংকে ১৫৯ রানে আটকে রাখা গিয়েছিল, নেপথ্যে মিচেল স্টার্কের বিধ্বংসী পেস। কিন্তু ১৬০ রান ১৩.৪ ওভারে তুলে দেবে কেকেআর তা-ই বা কে জানত? কোনও কম্পিটিশন নয়, হায়দরাবাদকে চূর্ণ করে আইপিএলের ফাইনালে উঠল কলকাতা। এই নিয়ে চারবার আইপিএলের ফাইনালে উঠল শাহরুখ খানের দলের।
অধিনায়ক শ্রেয়স আইয়ার যেভাবে ম্যাচ শেষ করলেন, মনে হল হেঁজিপেঁজি টিমের বিরুদ্ধে খেলছেন। ১৪তম ওভারে ট্রাভিস হেডের প্রথম চার বলে শ্রেয়স কী করলেন? ৬, ৪, ৬, ৬। আট উইকেটে জিতল কেকেআর। ২৪ বলে অপরাজিত ৫৮ করলেন অধিনায়ক। ২৮ বলে ৫১ করে টিকে থাকলেন ভেঙ্কটেশ আইয়ার।
আরও পড়ুন: ‘12th Fail’ দেখে কেঁদে ফেলেছিলেন KKR তারকা
THE SHOT THAT SEALED THE DEAL! 🔥pic.twitter.com/0wmE9jRvfy
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
২৬ জানুয়ারি চেন্নাইয়ের চিপকে কলকাতার প্রতিপক্ষ কে হবে তা সময়ই বলবে। প্যাট কামিন্সরা আজ হেরে গেলেও তাঁদের ফাইনালে ওঠার আর একটা সুযোগ আছে। আগামিকাল আরসিবি বনাম রাজস্থান ম্যাচের জয়ীর সঙ্গে ২৪ তারিখে খেলবে তারা। তবে কেকেআরের ট্রফি তুলতে জিততে হবে একটা মাত্র ম্যাচ।
এই ম্যাচ জয়ের প্রথম কাণ্ডারি কিন্তু বোলাররা, বিশেষ করে মিচেল স্টার্ক। প্রথম তিন ওভারে মাত্র ২২ রান দিয়ে নিলেন তিন উইকেট। ইনিংসের প্রথম বল ডট, তারপরের বলেই ছিটকে দিলেন ভয়ঙ্কর ট্রাভিস হেডের স্টাম্প। স্টার্কের পেস সামলাতে না পেরে ক্যাচ তুলে ফিরলেন নীতীশ কুমার রেড্ডি। তারপর শাহবাজ আহমেদের স্টাম্প ছিটকে দিলেন স্টার্ক, এটা উইকেটটাও অকৃত্রিম গতির ফসল। অজি পেসারের দাপটেই পাওয়ার প্লে সানরাইজার্স হায়দরাবাদ তুলল মাত্র ৪৫।
দেখুন অন্য খবর: