কলকাতা: অধিনায়ককেই ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৪ আইপিএলে (IPL 2024) কেকেআর-কে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাট হাতে দুর্দান্ত না খেললেও তাঁর অধিনায়কত্ব প্রশংসিত হয়েছিল। কিন্তু শ্রেয়সকে ধরে রাখা হল না। নাইট শিবিরে থেকে গেলেন রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রামনদীপ সিং।
রিঙ্কুকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছে কেকেআর। বরুণ, নারিন এবং রাসেলের জন্য খরচ হল ১২ কোটি করে। দুই আনক্যাপড খেলোয়াড় হর্ষিত এবং রামনদীপকে রেখে দেওয়া হল চার চার আট কোটি টাকায়। অর্থাৎ ডিসেম্বর মাসে মেগা নিলামের সময় শাহরুখের দলের পকেটে থাকবে ৫১ কোটি টাকা। রাইট টু ম্যাচ বা আরটিএম থাকছে না একটিও।
আরও পড়ুন: চট্টগ্রামে ল্যাজেগোবরে টাইগাররা, প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ
Here are your retained Knights 💜
Next Stop: #TATAIPLAuction 💰🔨 pic.twitter.com/fvr1kwWoYn
— KolkataKnightRiders (@KKRiders) October 31, 2024
এখন সবথেকে বড় প্রশ্ন হল, নাইটদের নেতা কে হবেন? নিলামে কোনও নতুন অধিনায়ক কিনতে গেলে অনেকটা টাকা চলে যাবে। যাঁদের ধরে রাখা হয়েছে তাঁদের মধ্যে দুজনের সম্ভাবনা আছে। এক রিঙ্কু, দুই রাসেল। তবে আইপিএলে নেতৃত্ব দেওয়ার বিন্দুমাত্র অভিজ্ঞতা তাঁদের নেই।
দেখুন অন্য খবর: