কলকাতা: মনবিন্দর বিসলাকে (Manvinder Bisla) মনে আছে? সদ্য ক্রিকেট দেখা শুরু করেছে যারা তাদের কাছে অজানা হতে পারে। পুরনো লোকজনের নিশ্চয়ই মনে আছে। ২০১২ সালে প্রথমবার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে (CSK) হারানোর প্রধান কাণ্ডারি ছিলেন এই বিসলা। সে ম্যাচে ৪৮ বলে ৮৯ করেছিলেন তিনি।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে দেখা গেল বিসলাকে। তিনি অকপটে জানালেন কেকেআরের মতো অনুগত ফ্যান বেস তিনি আর কোথাও দেখেননি। বিসলা বলেন, “আমি চার বছর কেকেআরে খেলেছি। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এত ম্যাচ খেলেছি। একমাত্র একটা ম্যাচে অন্যরকম হয়েছিল। পুনের হয়ে খেলতে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি স্যর (Sourav Ganguly)। মাঠের দর্শকদের দুটো আলাদা রং হয়ে গিয়েছিল।”
আরও পড়ুন: আজ শুরু আইপিএল, খেলা চেন্নাইয়ের মাঠে
বিসলা আরও বলেন, “বাকি আর যেই খেলতে আসুক কিচ্ছু যায় আসে না। দলের প্রতি অত্যন্ত অনুগত। আমার মনে আছে, ২০১২ সালে যখন প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরি, হুডখোলা বাসে রাইড করেছিলাম। রাস্তার দু’ধারে লক্ষ লক্ষ মানুষ আমাদের স্বাগত জানিয়েছিলেন। তাঁদের চোখেমুখে যে প্যাশন দেখেছিলাম তা কোনওদিন ভুলব না।”
প্রাক্তন নাইট জানান, কলকাতা ছাড়াও সিএসকের ফ্যান বেস দারুণ। চেন্নাইতে ম্যাচ মানেই স্টেডিয়াম পুরো হলুদ হয়ে যায়। এছাড়া আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান বেসও ভালো। প্রসঙ্গত, আজ শুক্রবার শুরু হচ্ছে আইপিএল। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে সিএসকে এবং আরসিবি। অর্থাৎ টুর্নামেন্ট শুরু হচ্ছে ধোনি-কোহলি ব্লকবাস্টার দ্বৈরথ দিয়ে।
দেখুন অন্য খবর: