কলকাতা: ৬ ডিসেম্বর অ্যাডিলেডে (Adelaide) শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) এই ম্যাচটি হবে দিন-রাতের এবং খেলা হবে গোলাপি বলে (Pink Ball)। গোলাপি বলের বিশেষত্ব হল, এটি লাল বলের তুলনায় বেশিক্ষণ তার ঔজ্জ্বল্য ধরে রাখে, ফলে বোলাররা বেশিক্ষণ সুইং করাতে সক্ষম হন। ব্যাটারদের জন্য তাই গোলাপি বলে খেলা বেশ চ্যালেঞ্জিং।
টেস্ট খেলিয়ে ১০টি দেশই একবার হলেও গোলাপি বলে খেলেছে। কারও রেকর্ড ভালো, কারও ভালো নয়। ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্টে সবথেকে সফল দেশ। এ পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে তারা, জিতেছে ১১টি এবং হেরেছে একটি। অজিদের জয় ৯১.৬৭ শতাংশ।
আরও পড়ুন: নাইটদের নতুন নেতা রাহানে? চলছে তুমুল জল্পনা
দ্বিতীয় স্থানেই আছে ভারত। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা গোলাপি বলে মাত্র চারটি টেস্ট খেলেছেন। চারটের মধ্যে ভারত জিতেছে তিনটি, হেরেছে একটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবং এই অ্যাডিলেডেই সেই হার, ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। এই বিষয়টা গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই মাথায় রেখেছেন।
এক নজরে দেখে নেওয়া যাক গোলাপি বলে কোন দেশের রেকর্ড কেমন।
দল |
ম্যাচ |
জয় | হার | ড্র |
শতকরা জয় |
অস্ট্রেলিয়া |
১২ |
১১ | ১ | ০ |
৯১.৭৬ |
ভারত |
৪ |
৩ | ১ | ০ |
৭৫ |
শ্রীলঙ্কা |
৪ |
২ | ২ | ০ |
৫০ |
দঃ আফ্রিকা |
২ |
১ | ১ | ০ |
৫০ |
ইংল্যান্ড |
৭ |
২ | ৫ | ০ |
২৯ |
নিউজিল্যান্ড |
৪ |
১ | ৩ | ০ |
২৫ |
পাকিস্তান |
৪ |
১ | ৩ | ০ |
২৫ |
ওয়েস্ট ইন্ডিজ |
৫ |
১ | ৪ | ০ |
২০ |
বাংলাদেশ |
১ |
০ | ১ | ০ |
০ |
জিম্বাবোয়ে |
১ |
০ | ১ | ০ |
০ |