কলকাতা: আসন্ন শ্রীলঙ্কা সফর (Sri Lanka Tour) থেকে ভারতীয় দলের (Team India) হেড কোচের পদে দেখা যাবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। শ্রীলঙ্কায় তিনটি টি২০ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। ওডিআই সিরিজে ভারতীয় দলে থাকবেন দুই সিনিয়র রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। গম্ভীর এবং কোহলির সম্পর্কের ইতিহাস কে না জানে! অতীতে আইপিএলে দু’ বার সংঘাতে জড়িয়েছিলেন দুই আগ্রাসী মনোভাবের ক্রিকেটার।
সেই দু’জন এবার এক ড্রেসিংরুমে, তাতে কোনও সমস্যা হবে কি? এক নামী ক্রীড়া মাধ্যমের রিপোর্ট বলছে, বিসিসিআইকে (BCCI) কোহলি আশ্বস্ত করে জানিয়েছেন, তাঁর আর গম্ভীরের অতীতের সংঘাত ভারতীয় দলে কোনও প্রভাব ফেলবে না। গম্ভীর এবং কোহলির লক্ষ্য এখন এক, ভারতীয় দলের সাফল্য, তাই ভারতীয় বোর্ডও চিন্তিত নয়।
আরও পড়ুন: আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করে বড় ক্ষতি আইসিসির
২০২৩ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। সে সময় তাঁর দলের ক্রিকেটার নবীন উল হকের সঙ্গে ঝামেলা বাঁধে কোহলির। নবীনকে আগলাতে গিয়ে ঝামেলা দাঁড়ায় গম্ভীর-কোহলির মধ্যে। মাঠের মধ্যে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন দুজনে।
তবে এ বছরের আইপিএলে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা যায়। কেকেআর বনাম আরসিবি ম্যাচে মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন গম্ভীর। এ নিয়ে পরে মুখ খোলেন দুজনেই। গম্ভীর বলেন, আমার কোহলির সম্পর্ক কেমন তা দেশের মানুষ জানেই না। জনসাধারণকে মশলা দেওয়া আমাদের কাজ নয়। এ কথায় গম্ভীরকে সমর্থন করেন কোহলিও।