কলকাতা: মঙ্গলবার রাতে (ভারতীয় সময়ানুযায়ী বুধবার) স্পেনের (Spain) বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ফ্রান্স (France)। সাম্প্রতিক অতীতে যে ফরাসি দলকে সবাই দেখে অভ্যস্ত তার ধারেকাছে নেই পারফরম্যান্স। ‘ওপেন প্লে’ থেকে কোনও গোল না করে সেমিতে চলে এসেছে তারা। গ্রুপ পর্বে একটা আত্মঘাতী গোল এবং কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) পেনাল্টি থেকে গোল, নক আউটে বেলজিয়ামের বিরুদ্ধে ফের আত্মঘাতী গোল এবং পর্তুগালের বিরুদ্ধে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জয়, দিদিয়ের দেশঁর (Didier Deschamps) দলের এই সম্বল।
আরও পড়ুন: অনবদ্য অভিষেক! সিরিজে সমতা ফেরাল ভারত
অধিনায়ক এমবাপে নিজেও ফর্মে নেই, দলগতভাবেও ভালো খেলছে না ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে বেশি সুযোগ তৈরি করেছিল পর্তুগালই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo) গোল মিসের বহরে পার পেয়ে গিয়েছে ফরাসিরা। ওই ম্যাচে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর এমবাপেকে তুলে নেন দেশঁ। এমবাপে স্বীকার করছেন, তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
পেলের পর টিন-এজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করা তারকা ফুটবলার বলেন, “এক্সট্রা টাইমের হাফ-টাইমে আমি উঠে যেতে চেয়েছিলাম। আমি ম্যানেজারকে (দেশঁ) বলি, আমি আর পারছিলাম না, আমি এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম।” এমবাপে, দেশঁ, দুজনেই জানেন, স্পেন এই টুর্নামেন্টের সবথেকে দুর্ধর্ষ দল, তাদের হারাতে শেষ শক্তিটুকু নিংড়ে দিতে হবে।
দেখুন অন্য খবর: