কলকাতা: ফুটবলপ্রেমীদের অপেক্ষা অবসান। দীর্ঘ বিরতি কাটিয়ে শুরু হতে চলেছে ইউরোপের ফুটবল মরসুম। পৃথিবীর সেরা সেরা ফুটবলাররা ফের শ্রেষ্ঠত্ব অর্জনে আগামী ১০ মাস ধরে লড়বেন। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), এর্লিং হালান্ড (Erling Haaland), জুড বেলিংহ্যাম (Jude Bellingham), লামিনে ইয়ামাল, হ্যারি কেনরা পায়ের জাদু দেখাবেন, তবে এবার দেশ নয়, ক্লাবের জার্সিতে।
বৃহস্পতিবার রাতেই শুরু হয়ে যাচ্ছে স্পেনের সেরা ক্লাব প্রতিযোগিতা লা লিগা (La Liga)। উদ্বোধনী ম্যাচে খেতাফের মুখোমুখি অ্যাথলেটিক ক্লাব বিলবাও। ইয়ামালের দল বার্সেলোনা নামছে শনিবার, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। রিয়াল মাদ্রিদের খেলা রবিবার, মায়োরকার বিরুদ্ধে।
আরও পড়ুন: NCA-র দায়িত্ব থেকে গেলেন ভি ভি এস লক্ষ্মণ
পৃথিবীর সবথেকে জনপ্রিয় ঘরোয়া ফুটবল লিগ প্রিমিয়ার লিগ (Premier League) শুরু হচ্ছে আগামিকাল, শুক্রবার (ভারতীয় সময়ানুযায়ী শনিবার মধ্যরাতে)। প্রথম ম্যাচে ফুলহ্যামের বিরুদ্ধে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)। গত মরসুমে অষ্টম স্থানে শেষ করেছিল ম্যান ইউ যা প্রিমিয়ার লিগ যুগে তাদের সবথেকে হতশ্রী পারফরম্যান্স। এবার অবশ্যই অনেক ভালো ফল করার চেষ্টা করবেন কোচ এরিক টেন হাগ (Erik Ten Hag)। না পারলে তাঁর চাকরি থাকবে না।
শনিবার এবং রবিবার মিলিয়ে রয়েছে আরও ৯টি খেলা। তবে ম্যাচ ডে ওয়ানে সবথেকে বেশি নজর থাকবে শনিবার রাত ৯টার (ভারতীয় সময়ানুযায়ী) খেলায়। চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির সামনে পড়েছে চেলসি। আশা করা যায় উপভোগ্য হবে এই ম্যাচ।