প্যারিস: অনবদ্য লক্ষ্য সেন। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) বিশ্বের তিন নম্বর জোনাতান ক্রিস্টিকে (Jonatan Christie) হারিয়ে নক আউট পর্যায়ে উঠলেন ২২ বছর বয়সি ভারতীয় শাটলার। র্যাঙ্কিয়ে অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে লক্ষ্য জিতলেন ২১-১৮, ২১-১২ ফলাফলে। এ ম্যাচে কঠিন লড়াইয়ের মুখে পড়বেন তিনি, তা প্রত্যাশিত ছিলই। তাই হয়েছিল শুরুতে, প্রথম গেমে পিছিয়ে গিয়েছিলেন ২-৮ পয়েন্টে। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করে ৮-৮ করে দেন।
আরও পড়ুন: প্রতিপক্ষকে চূর্ণ করে শেষ ষোলোয় পি ভি সিন্ধু
প্রথম গেমে তুল্যমূল্য লড়াইয়ের পর জিতে যান লক্ষ্য। মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় গেম জিতলেন তিনি। ক্রিস্টির প্রচুর আনফোর্সড এরর এক্ষেত্রে তাঁকে সাহায্য করেছে। সেই সঙ্গে ছিল লক্ষ্যের দুর্দান্ত জাজমেন্ট এবং রক্ষণ। ক্রিস্টির শক্তিশালী স্ম্যাশ তুলে দিয়েছেন তিনি, একবার তো রজনীকান্ত স্টাইলে পিছন দিক থেকে শট ফেরালেন।
Lakshya Sen Mad Bro ??? pic.twitter.com/m9A4VTCFdh
— Rahul Gummadi (@TweetinRahul) July 31, 2024
ভারতীয় খেলোয়াড়ের থেকে এতটা প্রতিরোধ আশা করেননি ক্রিস্টি। ৮-২ থেকে ৮-৮ হয়ে যাওয়ার পর থেকেই আনফোর্সড এরর করতে শুরু করেন তিনি। প্রথম গেম হারিয়ে আরও নার্ভাস হয়ে পড়েন, যার পুরো ফায়দা তোলেন লক্ষ্য। এই ম্যাচের আগে পাঁচবারের সাক্ষাতে মাত্র একবার জিতেছিলেন তিনি। আজ জিতলেন এবং সেই সঙ্গে উঠে গেলেন প্যারিস অলিম্পিক্সের শেষ ষোলোয়।