প্যারিস: আরও একবার জেতার জায়গা থেকে হেরে গেলেন লক্ষ্য সেন। আরও একবার স্নায়ুর চাপ সামলাতে পারলেন না। ব্রোঞ্জ পদক জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল, তা হাতছাড়া হল। মালয়েশিয়ার জি জিয়া লি-র কাছে তিনি হারলেন ২১-১৩, ১৬-২১, ১১-২১। দ্বিতীয় গেমের পর ডান হাতে চোট পেয়ে শেষ দিকে আরও স্ম্যাশই করতে পারছিলেন না আলমোরার ২২ বছর বয়সি তরুণ।
আরও পড়ুন: দুরন্ত মনিকা, টিটি-র দলগত ইভেন্টে কোয়ার্টারে ভারত
প্রথম গেমের শুরুটা হাড্ডাহাড্ডি হলেও দ্রুত এগিয়ে যান ভারতীয় শাটলার। ২১-১৩ ব্যবধানে প্রথম গেম জিতে যান তিনি। সে সময় মনে হচ্ছিল, প্যারিস থেকে আরও একটা পদক জুটবে ভারতের। দ্বিতীয় গেম থেকেই ছবিটা পাল্টাতে শুরু করে। মালয়েশিয়ার লি হঠাৎ করেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
লক্ষ্যের একাধিক স্ম্যাশ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ফেরত দিয়েছেন লি। এতে আরও বেশি চাপে পড়ে যান আলমোরার ছেলে। আনফোর্সড এরর করা শুরু করেন। শট নির্বাচনেও ভুল করা শুরু করেন তিনি। গোদের উপর বিষফোঁড়ার মতো ডান হতে চোট পান লক্ষ্য। বেশ কয়েকবার খেলা থামিয়ে শুশ্রুষা নিতে হয় তাঁকে। তৃতীয়বার চিকিৎসা নেওয়ার পর আর দাঁড়াতেই পারেননি।
দেখুন অন্য খবর: