কলকাতা: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল লক্ষ্য সেনের (Lakshya Sen)। তবে নজর কেড়েছিলেন তিনি, এমনকী ফাইনালের পর তাঁর প্রতিপক্ষ ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন (Viktor Axelsen) ভবিষ্যদ্বাণী করেছিলেন, চার বছর পর অলিম্পিক্সে সোনা জয়ের অন্যতম দাবিদার লক্ষ্য। প্রথম
ম্যাচে শরীরের পিছন দিক দিয়ে তাঁর অবিশ্বাস্য ব্যাকহান্ড শট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এমনকী ২০২২ টি২০ বিশ্বকাপে হারিস রউফকে মারা বিরাট কোহলির (Virat Kohli) ছয়ের সঙ্গে তুলনা চলে। সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে সে কথা উঠতেই আলমোরার বাঙালি পরিবারের ছেলে জানিয়ে দিলেন, তিনি ভারতীয় ব্যাডমিন্টনের বিরাট কোহলি হতে চান।
আরও পড়ুন: ডিপফেক ভিডিওতে কোহলি, গিলকে নিয়ে কড়া মন্তব্য!
ওই অনুষ্ঠানে কোহলির শটের সঙ্গে তাঁর ব্যাকহ্যান্ডের তুলনা হতেই লক্ষ্য বলেন, “নিশ্চয়ই। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। হ্যাঁ, আগামী বছরগুলিতে আমি ভারতীয় ব্যাডমিন্টনের বিরাট কোহলি হয়ে উঠতে চাই।”
প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছিলেন লক্ষ্য। যে রকম ফর্ম দেখাচ্ছিলেন তাতে পদক জেতা নিশ্চিত ছিল। কিন্তু সেমিতে অ্যাক্সেলসেনের কাছে ভালো খেলেও হেরে যান। এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে প্রথম গেম জিতেও লি জি জিয়ার কাছে হেরে পদক হাতছাড়া করেন। তবে মাত্র ২৩ বছর বয়সি শাটলারের কেরিয়ার সবে শুরু হয়েছে। তাঁর কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা।
দেখুন অন্য খবর: