কলকাতা: ইউরো ২০২৪-এ (EURO 2024) রানার্স হয়েছিল ইংল্যান্ড (England)। সেই ম্যাচের ৪৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন হেড কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব ২১ দলের কোচ লি কার্সলি (Lee Carsley)। কার্সলি জমানার সূচনা হতে চলেছে আগামী মাসে শুরু হওয়া উয়েফা নেশনস লিগ টুর্নামেন্টে। সেই টুর্নামেন্টেরই প্রথম দুই ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করলেন কার্সলি।
আগামী ৭ এবং ১০ সেপ্টেম্বর যথাক্রমে আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। এই দুই ম্যাচের জন্য ঘোষিত হল দল, যা হটসিটে বসার পর কার্সলির প্রথম পদক্ষেপ। বৃহস্পতিবার হেড কোচ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনো করলেন তিনি।
আরও পড়ুন: লাঞ্চেই ৩ উইকেট হারাল ইংল্যান্ড, ভরসা সেই রুট
Here’s Lee Carsley’s first #ThreeLions squad! 👀
— England (@England) August 29, 2024
কার্সলির দলে সুযোগ পেলেন না সাউথগেট জমানার নির্ভরযোগ্য ফুলব্যাক কাইল ওয়াকার। সুযোগ পাননি ম্যান ইউ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড এবং টটেনহ্যামের মিডফিল্ডার জেমস ম্যাডিসন। দলে ফিরলেন সিটির ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ। চেলসির ২১ বছর বয়সি উইঙ্গার নোনি মাডুয়েকে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন।
এখনও অনূর্ধ্ব ২১ দলের দায়িত্বে থাকা কার্সলির স্কোয়াডে তরুণ মুখ একাধিক। যেমন রক্ষণে কোলউইল, লিভরামেন্টো, লুইস, মাঝমাঠে অ্যাঞ্জেল গোমেজ, মর্গ্যান গিবস-হোয়াইট। আক্রমণ ভাগে অবশ্য পরিচিত নামই রয়েছে। হ্যারি কেন, অলি ওয়াটকিন্স আছেন, তবে ইউরো কাপে খেলা আইভান টোনি সুযোগ পাননি। চোটের জন্য দলে নেই জুড বেলিংহ্যাম।
দেখুন অন্য খবর: