ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটন দাস। অধিকাংশ ম্যাচেই রান পাননি শাকিব আল হাসানের দলের ওপেনার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝে দু’বার দেশে ফেরায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
তবে এবার খুশির খবর। লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা বৃহস্পতিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ১৬ নভেম্বর ঢাকার এক বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে লিটনের কন্যার। তাঁর স্ত্রী এবং সদ্যোজাত শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। লিটন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমদের একটি ছোট্ট রাজকন্যা প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদের জন্য আপনারা প্রার্থনা করুন।’’