স্পোর্টস ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পর্তুগাল (Portugal) এবং লিভারপুলের (Liverpool FC) তারকা ফুটবলার দিয়োগো জটার (Diogo Jota)। ২৮ বছর বয়সি ফরোয়ার্ড বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাত্র দুই সপ্তাহ আগে। আচমকা তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।
পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, স্পেনে (Spain) ভাই আন্দ্রের সঙ্গে গাড়িতে সফর করছিলেন জটা। ২৬ বছর বয়সি আন্দ্রেও ফুটবল খেলেন। জামোরা প্রদেশে (Zamora Province) এ-৫২ সড়কে দুর্ঘটনা ঘটে বলে খবর। স্পেনের কাস্টিল্লা এবং লিয়ন এলাকার প্রশাসন গাড়ি দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।
আরও পড়ুন: অধিনায়কের অনবদ্য শতরান, ভালো জায়গায় ভারত
দুর্ঘটনার খবর পেয়েই জামোরা ট্রাফিক পুলিশ, জামোরা ফায়ার ব্রিগেড, মেডিক্যাল ইউনিট এবং এমার্জেন্সি সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে যান। সেখানে গিয়ে দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যুর কথা ঘোষণা। মাত্র দু’ সপ্তাহ আগে দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসোকে পোর্তোয় বিয়ে করেছিলেন জটা। কিন্তু তাঁর সঙ্গে জীবন কাটানো হল না।
পোর্তো শহরে জন্ম নেওয়া দিয়োগো জটা পাকোস দে ফেরেইরা ইউথ অ্যাকাডেমিতে ফুটবল প্রশিক্ষণ নেন। তারপর ২০১৬ সালে যোগ দেন অ্যাতলেটিকো মাদ্রিদে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনে চলে আসেন। তবে লিভারপুলে এসেই নিজেকে মেলে ধরেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
দেখুন অন্য খবর: