কলকাতা: তারকারা ঝলমল করলেন, আটালান্টার মাঠ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চড়াই-উৎরাইয়ের ম্যাচে ৩-২ জিতল কার্লো আন্সেলোত্তির দল। গোল করলেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম। তিনটি গোল তিনজনেই দিলেন ব্যক্তিগত নৈপুণ্যে। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ ফেজে ২৪ থেকে ১৮ নম্বরে উঠে এল মাদ্রিদের ক্লাব।
শাখতার ডোনেৎস্ককে তাদের ঘরের মাঠে পাঁচ গোলের মালা পরাল হ্যারি কেন-হীন বায়ার্ন মিউনিখ। কেনের জায়গায় এদিন স্ট্রাইকার হিসেবে খেলেন বর্ষীয়ান টমাস মুলার। গোল পেয়েছেন তিনি। জোড়া গোল করেন মাইকেল ওলিসে। একটি করে গোল জামাল মুসিয়ালা এবং কনরাড লাইমারের। ম্যাচের পাঁচ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল শাখতার, কিন্তু তারপর তাদের ম্যাচ থেকে বের করে দেয় বায়ার্ন।
আরও পড়ুন: বদলাচ্ছে সমীকরণ! টেস্ট বিশ্বকাপ থেকে কি ছিটকে গেলেন রোহিতরা?
Matchday 6 opens in style 🍿#UCL pic.twitter.com/dMtqKCi34f
— UEFA Champions League (@ChampionsLeague) December 10, 2024
প্রিমিয়ার লিগে তেমন ফর্মে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে চমকের পর চমক দিয়ে চলেছে অ্যাস্টন ভিলা। বায়ার্নকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল উনাই এমেরির দল, এবার আরবি লাইপজিগকে তাদের ঘরের মাঠে ৩-২ হারাল ইংলিশ ক্লাব। গোল করেন জন ম্যাকগিন, জন ডুরান এবং রস বার্কলে। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিলা। আর এক ম্যাচ জিতলেই সরাসরি নক আউটে যাবে তারা।
নক আউট নিশ্চিত করল লিভারপুল। জিরোনাকে ১-০ হারিয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট তুলে নিল আর্নে স্লটের দল। তাদের নক আউটে যাওয়া এবার ১০০ শতাংশ নিশ্চিত। তবে এদিন যেন কিছুটা গা-ছাড়া মনোভাব নিয়ে খেলছিল লিভারপুল। প্রথমার্ধ গোলশূন্য ছিল, দ্বিতীয়ার্ধে খুবই ‘সফট’ পেনাল্টি দেওয়া হল তাদের, যার সদ্ব্যবহার করলেন মহম্মদ সালাহ।
দেখুন অন্য খবর: