কলকাতা: এসি মিলানের (AC Milan) ঘরের মাঠেই তাদের ৩-১ হারাল ইংল্যান্ডের ক্লাব লিভারপুল (Liverpool FC)। ম্যাচের শুরুতেই গোল খেয়ে যায় লিভারপুল। সেখান থেকেই ফিরে এল তারা। ইব্রাহিমা কোনাটে, ভার্জিল ভ্যান ডাইক এবং ডমিনিক সোবোসলাইয়ের গোলে বড় জয় পেয়ে গেলে আর্নে স্লটের দল। অন্যদিকে বিএফবি স্টুটগার্টকে ৩-১ হারিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই গোল করলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।
মিলান এবং লিভারপুল মুখোমুখি হওয়া মানেই ইতিহাসের ফিরে ফিরে আসা। ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৩-০ এগিয়ে গিয়েছিল ইতালির ঐতিহ্যশালী ক্লাব। দ্বিতীয়ার্ধে অবিস্মরণীয় প্রত্যাবর্তন করে লিভারপুল। ৯০ মিনিটের মধ্যে ৩-৩ করে ফেলে তারা এবং তারপর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয়। ঠিক দুই বছর পরেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই দুই দল মুখোমুখি হয়। এবার ২-১ জিতে বদলা নেয় মিলান।
আরও পড়ুন: ৯ গোল দিল বায়ার্ন, হ্যারি কেন একাই ৪টে
⚡ @RodrygoGoes ✖️ @KMbappe ⚽#UCL pic.twitter.com/yRNdLXUG6y
— Real Madrid C.F. (@realmadrid) September 18, 2024
মঙ্গলবার সান সিরো স্টেডিয়ামে তিন মিনিটের মধ্যে এগিয়ে যায় মিলান। গোল করেন প্রাক্তন চেলসি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ। লিভারপুল যে দারুণভাবে ফিরে এল তার জন্য তাদের সেট পিসে দক্ষতাকে ধন্যবাদ দিতে হবে। দুটি কর্নার থেকে হেডে গোল করলেন কোনাটে এবং অধিনায়ক ভ্যান ডাইক। ৬৭ মিনিটে সোবোসলাইয়ের গোল সোনার উপর সোহাগার মতো।
এদিকে সান্তিয়াগো বার্নাবেউতে স্টুটগার্টকে ৩-১ হারাল রিয়াল। খেলার ফলাফল আদৌ আসল গল্পটা বলবে না। প্রথমার্ধেই অন্তত চারটি গোল খেতে পারতেন জুড বেলিংহ্যামরা। দলকে একা কুম্ভ হয়ে রক্ষা করলেন গোলকিপার থিবাউ কুর্তোয়াঁ। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে প্রত্যাঘ্যাত করে রিয়াল। দুর্দান্ত দৌড় নিয়ে এমবাপেকে বল সাজিয়ে দেন রদ্রিগো। ৬৮ মিনিটে জার্মান ক্লাবের হয়ে সমতা ফেরান উনডাভ। এরপর অ্যান্টনিও রুডিগার এবং এন্ড্রিক ম্যাচ জিতিয়ে দেন।
দেখুন অন্য খবর: