কলকাতা: ইংলিশ ফুটবলের সবথেকে বড় দ্বৈরথ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) বনাম লিভারপুল (Liverpool FC)। এ ম্যাচে ৩-০ ব্যবধানে হেরে চাকরি চলে গিয়েছিল জোসে মোরিনহোর মতো নামী কোচের। গত রবিবার সেই একই ফলে হেরেছে ম্যান ইউ। ফলে কোচ এরিক টেন হাগের (Erik Ten Hag) চাকরি নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছিল। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিল, কোচের পাশেই আছে তারা।
টেন হাগের আমলে প্রিমিয়ার লিগে সর্বকালীন খারাপ পারফরম্যান্স করেছে দল। নতুন মরসুমে তিন ম্যাচে দুটি হার, তার মধ্যে লিভারপুলের কাছে বেদনাদায়ক হার। তা সত্ত্বেও ম্যান ইউয়ের চিফ এগজিকিউটিভ ওমর বেরাদা এবং স্পোর্টিং ডিরেক্টর ড্যান অ্যাশওয়ার্থ মনে করছেন, টেন হাগই ইউনাইটেডের জন্য উপযুক্ত লোক।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়!
বেরাদা এবং অ্যাশওয়ার্থ, দুজনেই জুলাই মাসে ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) যোগ দিয়েছেন। তার আগে ফাইনালে ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ কাপ জেতে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। সে সময় অন্যান্য ম্যানেজারের সন্ধানে ছিল ক্লাব, শেষ পর্যন্ত টেন হাগকেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বেরাদা বলেন, আমরা আসার আগেই টেন হাগকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে এই সিদ্ধান্তে আমরা খুশি। এরিকের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা ট্রান্সফার উইন্ডোতে একসঙ্গে কাজ করেছি। দলের জন্য সেরা ফল পেতে আমরা একসঙ্গে কাজ করে যাব। আমরা এরিকের উপর পূর্ণ আস্থা রাখছি, তিনিই দলের জন্য সঠিক কোচ।