কলকাতা: প্রথম হারের স্বাদ পেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd) নতুন কোচ রুবেন অ্যামোরিম (Ruben Amorim)। প্রিমিয়ার লিগে (Premier League) আর্সেনালের কাছে ০-২ হারল ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। গোল করলেন আর্সেনালের (Arsenal) দুই ডিফেন্ডার জুরিয়েন টিম্বার এবং উইলিয়াম স্যালিবা। এদিকে ছয় ম্যাচ পরে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি এবং নিউকাসলের বিরুদ্ধে উত্তেজক ম্যাচে ৩-৩ ড্র করল লিভারপুল। জোড়া গোল করলেন মহম্মদ সালাহ।
বল দখলের লড়াইয়ে মিকেল আর্তেতার (Mikel Arteta) আর্সেনাল এবং অ্যামোরিমের ম্যান ইউ ছিল সমান সমান। কিন্তু পার্থক্য গড়ে দিল গানারদের সেট পিস। আর্তেতার দল ১৩টি কর্নার আদায় করে নেয়, যেখানে ম্যান ইউ একটিও পারেনি। কর্নার থেকেই ৫৪ এবং ৭৩ মিনিটে গোল করেন যথাক্রমে টিম্বার এবং স্যালিবা। অল্প কিছু সুযোগ তৈরি করেছিল ইউনাইটেডও, কিন্তু তা কাজে লাগাতে পারেনি।
আরও পড়ুন: সমর্থকদের অত্যাচার, ‘ক্লোজড ডোর’ অনুশীলন করবে ভারত!
Mohamed Salah goes top of the Golden Boot rankings 🔝
His brace against Newcastle extended his scoring run to seven consecutive Premier League matches! pic.twitter.com/edVIF5XYGR
— Premier League (@premierleague) December 4, 2024
অবশেষে স্বস্তি পেলেন পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। টানা ছয় ম্যাচে জয় পাননি তিনি, তার মধ্যে পাঁচটা হার। এরকম খারাপ সময় কোচিং কেরিয়ারে কোনও দিন দেখেননি তিনি। নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ হারিয়ে সেই দুঃসময় কাটল। আগের ম্যাচগুলিতে গোল পেলেও সিটিকে ডোবাচ্ছিল রক্ষণ। ৩-০ এগিয়ে থাকা ম্যাচও ড্র করতে হয়েছে। এদিন সেই ভুল হয়নি। বার্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা এবং জেরেমি ডোকুর গোলে পুরো তিন পয়েন্ট এসেছে।
দুর্দান্ত ফর্মে খেলছে চেলসিও (Chelsea FC)। সাউদাম্পটনকে তাদেরই মাঠে ৫-১ হারাল তারা। এনজো মারেস্কা দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটার ভোল বদলে গিয়েছে। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। সমসংখ্যক ম্যাচে আর্সেনালের পয়েন্টও ২৮, কিন্তু গোলপার্থক্যে পিছিয়ে তারা। ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যান সিটি এবং ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে আছে লিভারপুল।