skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollটটেনহ্যামের বিরুদ্ধে আজ ম্যান ইউয়ের বড় পরীক্ষা
Premier League

টটেনহ্যামের বিরুদ্ধে আজ ম্যান ইউয়ের বড় পরীক্ষা

আজ হারকে ফের কোচের চাকরি নিয়ে টানাটানি হতে পারে

Follow Us :

কলকাতা: নতুন মরসুমে ফের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ম্যানেজার এরিক টেন হাগ (Erik Ten Hag)। প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে মাত্র সাত পয়েন্ট পেয়ে ১১ নম্বরে রয়েছে ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। এর মধ্যে জয় এসেছে দুই ম্যাচে, ড্র একটি এবং হার দুটি। রবিবার ভারতীয় সময় রাত ৯টায় টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) বিরুদ্ধে ইউনাইটেডের বড় পরীক্ষা।

টটেনহ্যামেরও সাত পয়েন্ট, তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় তারা ১০ নম্বরে। ম্যান ইউ পাঁচ ম্যাচে গোল করেছে মাত্র পাঁচটা এবং হজম করেছে পাঁচটা। সেখানে টটেনহ্যাম ন’টি গোল করেছে এবং খেয়েছে চারটে। কাজেই টেন হাগের সমালোচনা কেন হচ্ছে তা সহজেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: কানপুরে ভেস্তে গেল তৃতীয় দিনের খেলাও!

গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে প্রথমার্ধে আক্রমণের ঝড় তুলেছিল ম্যান ইউ, কিন্তু গোল আসেনি। এ সপ্তাহের মাঝে উয়েফা ইউরোপা লিগে দুর্বল এফসি টোয়েন্টের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। দলবদলের জানালায় মোটা অর্থ খরচ করা সত্ত্বেও দলের খেলা হতাশ সমর্থককুল। ফলে টেন হাগের উপর চাপ ক্রমশ বাড়ছে। আজ ঘরের মাঠে টটেনহ্যামের কাছে হারলে কিন্তু ফের চাকরি নিয়ে টানাটানি হতে পারে তাঁর।

এ ম্যাচে প্রথম এগারোয় ফিরতে পারেন স্ট্রাইকার র‍্যাসমাস হোয়লুন্ড এবং উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। শুরু করবেন মার্কাস র‍্যাশফোর্ডও। র‍্যাশফোর্ডকে প্যালেসের বিরুদ্ধে বেঞ্চে বসানো নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। টেন হাগ অবশ্য জানিয়ে দেন, স্রেফ রোটেশন সিস্টেমের জন্যই বসানো হয়েছে ইংরেজ ফরোয়ার্ডকে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular