Friday, October 4, 2024

Homeখেলাজয়ে ফিরতে মরিয়া ম্যান ইউ, চাপে কোচ এরিক
Premier League

জয়ে ফিরতে মরিয়া ম্যান ইউ, চাপে কোচ এরিক

প্রথম তিন ম্যাচের দুটিতেই হার হয়েছে

Follow Us :

কলকাতা: আজ সাউদাম্পটনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে জয়ে ফিরতে মরিয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথম তিন ম্যাচের দুটি হার, একটি জয়ে তিন পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। আজ ড্র করলেও বিরাট চাপে পড়বেন কোচ এরিক টেন হাগ। ম্যাচের আগে সেই চাপের কথা স্বীকারও করে নিয়েছেন।

ট্রান্সফার উইন্ডোতে প্রচুর অর্থ খরচ করেছে ম্যান ইউ। কিন্তু সেই অনুযায়ী ফল পাওয়া যাচ্ছে না। চির-প্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ হারে ক্লাব কর্তৃপক্ষ থেকে সমর্থক, সবাই ক্ষুব্ধ। সে ম্যাচে তিনটি গোলই নিজেদের অসাবধানতার কারণে হজম করতে হয়েছিল। দুটি ক্ষেত্রে দোষী ক্যাসেমিরোকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। আজ তাঁর জায়গায় নবাগত ম্যানুয়েল উগার্তেকে দেখা যেতে পারে।

আরও পড়ুন: ফের জট, এখনই মাঠে নামা হচ্ছে না আনোয়ারের

 

দলবদলের মাসের একবারে শেষ দিন পিএসজি থেকে এসেছেন এই উরুগুয়ের মিডফিল্ডার। ফিটনেসের অভাব বলে তাঁকে এখনও খেলাননি টেন হাগ। কিন্তু এ সপ্তাহের শুরু জাতীয় দলের হয়ে ভালো খেলেছেন উগার্তে। তাই তাঁকে প্রথম এগারোয় রাখা নিয়ে কোচের উপর চাপ বাড়তে পারে।

চিন্তা আক্রমণ ভাগ নিয়েও। তিন ম্যাচে মাত্র দুটি গোল করেছে ইউনাইটেড। গত মরসুমে প্রথম দশে থাকা দলগুলির মধ্যে যুগ্মভাবে সবচেয়ে গোল করেছিল রেড ডেভিলরা। একমাত্র র‍্যাসমাস হোয়লুন্ড নজর কাড়েন। কিন্তু টানা ব্যর্থ মার্কাস র‍্যাশফোর্ড। এককালে এমবাপের সমগোত্রীয় হিসেবে ভাবা হচ্ছিল তাঁকে। কিন্তু গত মরসুমে মাত্র আটটি গোল করেছিলেন। খারাপ পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। আজ তাঁরও পরীক্ষা।

 

 

RELATED ARTICLES

Most Popular