কলকাতা: কারাবাও কাপের (Carabao Cup) চতুর্থ রাউন্ডে ধ্বংসাত্মক ফুটবল খেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। লিগ ওয়ানের ক্লাব বার্নস্লিকে ৭-০ হারাল তারা। জোড়া গোল করলেন মার্কাস র্যাশফোর্ড (Marcus Rashford), আলেহান্দ্রো গারনাচো এবং ক্রিশ্চিয়ান এরিকসেন। আর একটি গোল পেনাল্টি থেকে করেন অ্যান্টনি।
আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও মোহনবাগানের চিন্তা রক্ষণ
প্রিমিয়ার লিগ আর লিগ ওয়ানের মধ্যে তফাত থাকবেই, সে কারণেই এদিন ফেভারিট ছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। ড্র হলেও তা হত বড় অঘটন। তবে সাত গোল দেবেন র্যাশফোর্ডরা তাও ছিল আশাতীত। গত শনিবার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিরুদ্ধে এ মরসুমে গোলের খাতা খুলেছিলেন ইংলিশ ফরোয়ার্ড। পরের ম্যাচেই পেলেন জোড়া। র্যাশফোর্ডের ফর্মে ফেরা দলের জন্য যেমন সুখবর, তাঁর নিজের জন্যও স্বস্তিদায়ক। গত মরসুমে খারাপ খেলেছেন, বাদ পড়ে গিয়েছেন জাতীয় দল থেকেও। এখন তাঁর প্রত্যাবর্তনের পালা।
Clinical Rashford 🔥#MUFC
— Manchester United (@ManUtd) September 17, 2024
এদিকে বিরাট ব্যবধানে জিতেও নির্লিপ্ত ম্যান ইউ কোচ এরিক টেন হাগ (Erik Ten Hag)। কোনও রকম উচ্ছ্বাস দেখাতে রাজি নন। ম্যাচের পর তাঁর প্রতিক্রিয়া, লিভারপুলের বিরুদ্ধে ৩-০ হারের পর যেমন ভেঙে পড়িনি, আজকে জেতার পর তেমন বিরাট উচ্ছ্বসিত নই। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, মরসুম শেষে মে মাসে কোথায় গিয়ে দাঁড়াব, সেটাই আসল। ম্যান ইউ তাদের পরের ম্যাচ খেলবে আগামী শনিবার, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগের সেই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবেন টেন হাগ।
দেখুন অন্য খবর: