কলকাতা: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হেড কোচ হিসেবে শুরুটা ‘পারফেক্ট’ হয়নি রুবেন অ্যামোরিমের (Ruben Amorim)। ইপসউইচ টাউনের বিরুদ্ধে ১-১ ড্র করেছে তারা। সেটা ছিল অ্যাওয়ে ম্যাচ, বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়ে শুক্রবার) উয়েফা ইউরোপা লিগে ঘরের মাঠে বোডো-গ্লিমটের মুখোমুখি ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ডাগ আউটে এই প্রথমবার বসতে চলেছেন অ্যামোরিম। সমর্থকদের হৃদয় কত তাড়াতাড়ি জিততে পারেন, তার পরীক্ষা আজই।
প্রতিপক্ষ নরওয়ের ক্লাবের বিরুদ্ধে এদিন দলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন ম্যান ইউ কোচ। ইপসউইচের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন লিউক শ এবং মেসন মাউন্ট। এদিন তাঁরা শুরু থেকে খেলতে পারেন। এই দু’জনই দীর্ঘদিন ধরে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন।
আরও পড়ুন: এই সিরিজ ভালো যাবে কোহলির, বলছেন দ্রাবিড়
বোডো-গ্লিমট খুব একটা নামী দল না হলেও অ্যামোরিম সতর্ক। ২০২১ সালে এরাই জোসে মোরিনহোর রোমাকে ৬-১ হারিয়েছিল। আগামী রবিবার নরওয়ে লিগে লিলস্ট্রমকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। অর্থাৎ, ম্যান ইউয়ের তিন পয়েন্ট জেতা একেবারে সহজ হবে না। নতুন কলেবরে ইউরোপা লিগের লিগ ফেজে এই মুহূর্তে ১৫ নম্বরে রয়েছে তারা। সরাসরি নক আউটে উঠতে হলে এখন পরপর ম্যাচ জিততেই হবে।
এদিনের অন্য এক ম্যাচে রোমার বিরুদ্ধে খেলবে টটেনহ্যাম। উত্তর লন্ডনের ক্লাব ম্যান ইউয়ের থেকে অনেক ভালো জায়গায় আছে, তারা সাত নম্বরে। লিগ ফেজের সেরা আটটি দল সরাসরি পরের রাউন্ডে যাবে। আজ জিতলে সেই রাস্তা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হিউং মিন সনদের।
দেখুন অন্য খবর: