কলকাতা: উয়েফা ইউরোপা লিগে (UEFA Europa League) আজ ভিক্টোরিয়া প্লেজেনের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। রুবেন অ্যামোরিম ইউনাইটেডের (Ruben Amorim) কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে মিশ্র ফলাফল দেখা যাচ্ছে। দলের আক্রমণের ধার, বৈচিত্র্য অনেকটা বেড়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে রক্ষণ আলগা দেখাচ্ছে। গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ৩-২ হেরেছে ম্যান ইউ।
ইউরোপা লিগে পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে ইংলিশ ক্লাব। আজ জিতলে প্রথম আটে পৌঁছে যাবে তারা। তবে অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে ম্যান ইউ আদৌ প্রথম আটে টিকে থাকতে পারবে কি না। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের মতোই আট ম্যাচ পর প্রথম আটে থাকা দলগুলি সরাসরি শেষ ষোলোয় যাবে।
আরও পড়ুন: নেটে কোহলিদের বল করলেন বোলিং কোচ মর্কেল
দুই দলের মধ্যে মানের যা ব্যবধান তাতে ম্যান ইউয়ের সহজেই জেতার কথা। প্লেজেনের ঘরের মাঠে খেলা, দর্শক সমর্থন তাদের সঙ্গে থাকলেও এ ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়া উচিত ব্রুনো ফার্নান্ডেজদের (Bruno Fernandez)। অধিনায়ক নিজে ভালো ফর্মে আছেন, ভালো ছন্দে দেখাচ্ছে আক্রমণ ভাগকেও। শুধু রক্ষণ গোছাতে হবে।
দেখুন অন্য খবর: