কলকাতা: সময়টা বড় খারাপ যাচ্ছে পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) এবং ম্যাঞ্চেস্টার সিটির (Man City)। টানা ছয় ম্যাচে জয় নেই তাদের। রবিবার অ্যানফিল্ডে লিগ শীর্ষে থাকা লিভারপুলের মুখোমুখি হয়েছিল ম্যান সিটি। খেলার ফলাফল লিভারপুলের পক্ষে ২-০, কিন্তু এই স্কোরলাইন দেখে ম্যাচের কিছুই বোঝা যাবে না। সিটিকে স্রেফ উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের লিভারপুল।
১২ মিনিটে মহম্মদ সালাহর (Mohammad Salah) পাস থেকে ১-০ করেন কোডি গাকপো (Cody Gakpo)। স্লট জমানায় এই তরুণ ডাচ ফরোয়ার্ড প্রায়ই গোল পাচ্ছেন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সালাহ। এর মাঝখানে আরও সুযোগ পেয়েছিল লিভারপুল, কিন্তু অবিশ্বাস্য মিস করেন ফরোয়ার্ডরা। ম্যান সিটিও সুযোগ তৈরি করেছিল, তবে তা তুলনায় খুব কম। এর্লিং হালান্ডকে বেশি নড়াচড়া করতে দেননি ভার্জিল ভ্যান ডাইক।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আগুন ফর্মে হর্ষিত! ৬ বলে নিলেন ৪ উইকেট
Salah secures the three points from the penalty spot 🎯 pic.twitter.com/QtsFlc91fv
— Liverpool FC (@LFC) December 1, 2024
এদিকে এভার্টনকে ৪-০ উড়িয়ে দিল রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন কোচের হাতে নতুন ফর্মেশন এবং নতুন দর্শনে ফুটবল খেলছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। এখনও উন্নতির বহু জায়গা রয়েছে, তবে এরিক টেন হাগের আমলে কাঁধ ঝুলে পড়া দলটা যে বদলে গিয়েছে তাতে সন্দেহ নেই। এদিন জোড়া গোল করেন মার্কাস র্যাশফোর্ড এবং জশুয়া জার্কজি৷
এই দুই ফরোয়ার্ডই ফর্মে ছিলেন না। বরং ফর্মে আছেন র্যাসমুস হোয়লুন্ড এবং আলেহান্দ্রো গারনাচো। কিন্তু তাঁদের বেঞ্চে রেখে অ্যামোরিম র্যাশফোর্ড এবং জার্কজিকে নামান। কোচের আস্থার প্রতি সুবিচার করলেন দুজনেই। তবে এদিন গোল না করেও ম্যাচের নায়ক আমাদ দিয়ালো। প্রায় প্রতিটি গোলেই আসল অবদান ছিল তাঁর।