কলকাতা: নতুন কোচ হয়তো শিগগিরই এসে যাবেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd) অন্তর্বর্তীকালীন কোচ রুড ভ্যান নিস্তেলরুইকে (Rud Van Nistelrooy) হয়তো শিগগিরই সরে যেতে হবে। কিন্তু তাঁর তত্ত্বাবধানে প্রথন ম্যাচেই চমকপ্রদ পারফরম্যান্স দিল ম্যান ইউ। কারাবাও কাপে লেস্টার সিটিকে ৫-২ গোলে হারাল ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। এরিক টেন হাগ বিদায় (Erik Ten Hag) নিতেই যেন মাঠে ফুল ফোটাল তারা। কোয়ার্টার ফাইনালে তারা টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি।
গত রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে প্রথমার্ধেই ছ’টি সুযোগ তৈরি করেছিলেন ব্রুনো ফার্নান্ডেজ, আলেহান্দ্রো গারনাচোরা। কিন্তু একটা গোলও করতে পারেননি। কিন্তু এদিন তাঁরাই এক একটা বিশ্বমানের গোল করলেন। ক্যাসেমিরোর প্রথম গোলটা টুর্নামেন্টের সেরা হতে পারে। সেই গোলে নিস্তেলরুইয়ের উচ্ছ্বাস দেখে মনে হল গোল যেন তিনিই করেছেন।
আরও পড়ুন: হায়দরাবাদকে ২-০ হারিয়ে দুইয়ে উঠল মোহনবাগান
What a rocket from @Casemiro! 🚀#MUFC || #CarabaoCup pic.twitter.com/OfIvc1elEX
— Manchester United (@ManUtd) October 31, 2024
গারনাচো ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে দুটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। এদিন দিয়োগো দালোর পাস থেকে চমৎকার ফিনিশ করলেন। ক্যাসেমিরো এবং ফার্নান্ডেজ জোড়া গোল করলেন। লেস্টারের হয়ে গোলদুটি করেছেন বিলাল এল খানুস এবং কনর কোডি। স্পোর্টিং লিসবন থেকে রুবেন অ্যামোরিমকে কোচ করে ওল্ড ট্রাফোর্ডে আনার কথাবার্তা চলছে। তবে আর একটা দুটো ম্যাচে নিস্তেলরুইকে দায়িত্ব দিয়ে দেখা যেতেই পারে।
কারাবাও কাপের শেষ ষোলোর অন্য ম্যাচগুলির ফলাফল:
ব্রাইটন ২ – লিভারপুল ৩
অ্যাস্টন ভিলা ১ – ক্রিস্টাল প্যালেস ২
প্রেস্টন নর্থ এন্ড ০ – আর্সেনাল ৩
নিউকাসল ২ – চেলসি ০
টটেনহ্যাম ২ – ম্যান সিটি ১
দেখুন অন্য খবর: