কলকাতা: এরিক টেন হাগের বিদায় এবং রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) দায়িত্ব গ্রহণের মাঝের সময়টায় চারটে ম্যাচে হেড কোচের দায়িত্ব সামলালেন রুড ভ্যান নিস্তেলরুই (Ruud Van Nistelrooy)। এই চার ম্যাচে একটা ড্র এবং তিনটে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)। রবিবার লেস্টার সিটিকে ৩-০ হারাল রেড ডেভিলরা। এই জয়ে প্রিমিয়ার লিগ টেবিলে ১৩ নম্বরে উঠল তারা। তবে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে ম্যান ইউয়ের পয়েন্টের ব্যবধান মাত্র চার।
এদিন প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। ১৭ মিনিটে আমাদ দিয়ালোর ব্যাক হিল থেকে বিশ্বমানের গোল করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandez)। ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটি আত্মঘাতী, তবে তাতেও ব্রুনোর অবদান আছে। মাজরাউইয়ের ক্রস মাথা ছোঁয়ানোর চেষ্টা করেন পর্তুগিজ মিডফিল্ডার, কিন্তু বল তাঁর থাইয়ে লেগে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গোলে ঢুকে যায়। ৮২ মিনিটে দলের তৃতীয় গোলটি করে জয় সুনিশ্চিত করেন আলেহান্দ্রো গারনাচো।
আরও পড়ুন: প্রথম টেস্টের দল এখনই ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া!
You’ve done us proud, Ruud. pic.twitter.com/B29GnNMAsm
— Manchester United (@ManUtd) November 10, 2024
রুবেন অ্যামোরিমের দায়িত্ব দেওয়ার কথা সোমবার (১১ নভেম্বর)। তবে ভিসা সমস্যায় এখনও ইংল্যান্ডে যেতে পারেননি তিনি। এখন আন্তর্জাতিক ফুটবলের জন্য ক্লাব ফুটবলে বিরতি। জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা তাঁদের নিজের নিজের দেশের হয়ে খেলতে যাবেন। এই ফাঁকে নতুন ক্লাবের সংস্কৃতি, হালচাল বুঝে নেওয়ার সময় পাবেন অ্যামোরিম।
ম্যান ইউয়ের জয়ের দিনে অঘটনের হার হল টটেনহ্যামের। বহু বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা ইপসউইচ টাউনের কাছে ১-২ হেরে গেল তারা। এদিনের সবচেয়ে বড় ম্যাচ ছিল চেলসি বনাম আর্সেনাল। ১-১ গোলে ড্র হল তা। দুই দলের পয়েন্ট ১৯, তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় তিনে চেলসি, চারে আর্সেনাল।
দেখুন অন্য খবর: