প্যারিস: অলিম্পিক্সে এই প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের মহিলা টেবিল টেনিস দল। দলগত ইভেন্টে রোমানিয়াকে ৩-২ হারিয়ে এই কীর্তি ভারতের। সাফল্যের প্রধান কারিগর সেই মনিকা বাত্রা (Manika Batra)। তাঁর দুই টিম মেট অর্চনা কামাথ (Archana Kamath) এবং শ্রীজা আকুলারও (Sreeja Akula) অবদান আছে।
আরও পড়ুন: মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার
প্রথম রাউন্ডে রোমানিয়ার আদিনা দিয়াকোনু এবং এলিজাবেতা সামারা জুটির মুখোমুখি হন শ্রীজা-অর্চনা। পাঁচ গেমের প্রথম ম্যাচ তাঁরা ১১-৯, ১২-১০, ১১-৭ স্ট্রেট গেমে জেতেন। ভারত ১-০ এগিয়ে যায়। এরপর বার্নাদেত্তা জক্সকে সিঙ্গলসে হারান (১১-৫, ১১-৭, ১১-৫)। ভারত ২-০ এগিয়ে যায়। এরপরেই খেলা উল্টোদিকে ঘোরে।
🇮🇳🙌 𝗣𝗲𝗿𝗳𝗲𝗰𝘁 𝘀𝘁𝗮𝗿𝘁 𝗳𝗼𝗿 𝗜𝗻𝗱𝗶𝗮! The Indian women’s table tennis team got their #Paris2024 campaign off to a winning start, defeating 4th seed, Romania, in the round of 16.
🏓 After India took the lead in the first two games, Romania managed to come back strong… pic.twitter.com/cRCyG5kEyi
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 5, 2024
পাঁচ গেমের রুদ্ধশ্বাস ম্যাচে সামারার কাছে হেরে যান শ্রীজা। এরপর অর্চনাকে সিঙ্গলসে হারান জক্স। ম্যাচ ২-২ হয়ে পড়ে। এখান থেকে ভারতকে জয়ের পথে নিয়ে যান মনিকা। শেষ ম্যাচে দিয়াকোনুর মুখোমুখি হন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতের সুন্দরী প্যাডলার। প্রতিপক্ষকে ১১-৫, ১১-৯, ১১-৯ ফলে উড়িয়ে দেন তিনি। কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে আমেরিকা অথবা জার্মানির মধ্যে যে কোনও দেশ।
দেখুন অন্য খবর: