কলকাতা: ত্রিদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) দিয়ে শুরু হতে চলেছে মানোলো মার্কেজ (Manolo Marquez) যুগ। এই প্রতিযোগিতার জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন ভারতের ফুটবল দলের নতুন হেড কোচ। ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর হায়দরাবাদের মাটিতে হতে চলেছে এই টুর্নামেন্ট। ভারত ছাড়া বাকি দুটি দল হল ফিফা ক্রমতালিকায় ৯৩ নম্বরে থাকা সিরিয়া (Syria) এবং ১৭৯ নম্বরের মরিশাস (Mauritius)।
১২৪তম স্থানে থাকা ভারতের প্রস্তুতি শিবির শুরু হচ্ছে ৩১ অগাস্ট। স্কোয়াড ঘোষণা করে হেড কোচ মানোলো বলেছেন, আমাদের প্রথম প্রস্তুতি শিবির নিয়ে উত্তেজিত বোধ করছি এবং আমি জানি, খেলোয়াড়দেরও একই রকম অনুভূতি হচ্ছে। প্রসঙ্গত, বরখাস্ত হওয়া ইগর স্তিমাচের জায়গায় এসেছেন এফসি গোয়ার প্রাক্তন কোচ মানোলো।
আরও পড়ুন: আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ!
তবে নতুন হেডস্যরের প্রথম দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা। বিশেষ করে যে তিনজন গোলকিপারের নাম ঘোষণা করেছেন তার মধ্যে নেই মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। গুরপ্রীত সিং সান্ধু এবং অমরিন্দর সিংয়ের সঙ্গে সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন সিং গিল। কাইথের সুযোগ না পাওয়া নিয়েই উঠছে যত প্রশ্ন।
আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, চার ফরোয়ার্ডের মধ্যে নাম রয়েছে কিয়ান নাসিরির। বাকি তিনজন এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং এবং লিস্টন কোলাসো। বাদ পড়েছেন স্তিমাচ জমানায় খেলা বিক্রম প্রতাপ। ফলে সেন্টার ফরোয়ার্ড পোজিশনের কেউ নেই। অনেকেই ডেভিড এবং সুহেলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভারতের ২৬ জনের দল:
গোলকিপার: গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, প্রভসুখন সিং গিল।
ডিফেন্ডার: নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেনসানা সিং কনশাম, রোশন সিং নওরেম, আনোয়ার আলি, জয় গুপ্তা, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, জেকসন সিং, নন্দকুমার সেকার, নাওরেম মহেশ সিং, ইয়াসির মহম্মদ, লালেংমাওইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, লালথাঙ্গা খাওলহরিং।
ফরোয়ার্ড: কিয়ান নাসিরি গিরি, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং, লিস্টন কোলাসো।
দেখুন অন্য খবর: