প্যারিস: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হয়েছিলেন পি ভি সিন্ধু (PV Sindhu) এবং শরথ কমল (Sharath Kamal)। এই দু’জনই এবার ব্যর্থ হয়েছেন, দেশের হয়ে কোনও পদক জিততে পারেননি। প্রচারের আলোয় উঠে এসেছেন হরিয়ানার মেয়ে মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের খাতা খুলেছিলেন তিনি। একই ইভেন্টের মিক্সড বিভাগে সরবজ্যোৎ সিংয়ের (Sarabjot Singh) সঙ্গে ব্রোঞ্জ জেতেন মনু। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জয়ের কীর্তি করেছেন তিনি।
আরও পড়ুন: স্নায়ুর চাপ, হাতে চোট, ব্রোঞ্জও পাওয়া হল না লক্ষ্যের
গ্রেটেস্ট শো অন আর্থ-এ কামাল করার পর অন্তিম অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে বেছে নেওয়া হয়েছে মনুকে। সে কথা জেনে শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে পড়লেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে, মনু এই খবর পেয়ে বলছেন, “ওহ মাই গড, ইয়েস ইয়েস। আমি খুব করে চাই পতাকা বাহক হতে, দেখা যাক।”
UNBRIDLED JOY!@realmanubhaker finds out she has been chosen to be a flag-bearer at the closing ceremony of the #Paris2024Olympics.#Cheer4Bharat pic.twitter.com/Abv2fYt3om
— SAI Media (@Media_SAI) August 5, 2024
প্যারিস অলিম্পিক্সের অন্তিম অনুষ্ঠান হবে ১১ অগাস্ট, রবিবার। মঙ্গলবার (৬ অগাস্ট) দুটি পদক নিয়ে দেশে ফিরে যাবেন মনু। এরপর ফের প্যারিসে যাবেন অন্তিম অনুষ্ঠানে অংশ নিতে। প্রসঙ্গত, মনু এবং সরবজ্যোৎ ছাড়া ভারতের হয়ে পদক জিতেছেন আর একজন। সেই শুটিংয়েই ব্রোঞ্জ পেয়েছেন স্বপ্নিল কুসালে (Swapnil Kusale)। সোমবার ব্রোঞ্জ জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন লক্ষ্য সেন (Lakshya Sen)।