প্যারিস: হল না হ্যাটট্রিক। ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া করলেন মনু ভাকের (Manu Bhaker)। তৃতীয়/চতুর্থ স্থানের জন্য এলিমিনেশন রাউন্ডে গিয়ে হারলেন হরিয়ানার মেয়ে। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) জোড়া পদক পেয়ে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন মনু। আশা ছিল, হ্যাটট্রিক করবেন তিনি, তবে এবার স্বপ্নভঙ্গ হল। তবে প্যারিসে তিনি যা করেছেন তাতে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী।
আরও পড়ুন: অলিম্পিক্স সোনা জয়ে জোকোভিচের বাধা সেই আলকারাজ
ম্যাচের পরে মনু জানিয়েছেন, ফাইনালে তিনি নার্ভাস ছিলেন। পুরো চেষ্টা করেছিলেন কিন্তু পরিকল্পনা মাফিক সবকিছু হয়নি। তিনি এও জানান, মনোসংযোগ অটুট রাখতে সোশ্যাল মিডিয়া থেকে এই ক’দিন দূরে ছিলেন। তাঁর রোজকার রুটিনই আগের দুটো পদক জিততে সাহায্য করেছে, তবে আজ দিনটা তাঁর ছিল না।
প্রসঙ্গত, মনুর এই ইভেন্টে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং। রুপো জিতেছেন ফ্রান্সের ক্যামিল জেদ্রেজিউইস্কি এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর জিতলেন ব্রোঞ্জ পদক। এই ইভেন্টে ব্যর্থ হলেও মাথা উঁচু করে দেশে ফিরবেন মনু।
দেখুন অন্য খবর: