কলকাতা: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। শুধু জার্মানি নয়, সমগ্র ফুটবলের ইতিহাসে গোলপোস্টের অন্যতম সেরা প্রহরী হিসেবে বিবেচিত হন তিনি। শোনা গিয়েছিল, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাবেন, কিন্তু আচমকাই জার্মান দল থেকে অবসর নিয়ে ফেললেন নয়্যার।
জার্মানির হয়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শালকে এবং বায়ার্ন মিউনিখের গোলকিপার। কেরিয়ারের সবথেকে বড় ট্রফি নিঃসন্দেহে ২০১৪ সালের বিশ্বকাপ জয়। নয়্যার নিজেও সে কথাই বলেছেন তাঁর বিদায়ী ভাষণে।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধেও বাবরের শূন্য, চলছে ট্রোলিং
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওয় নয়্যার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার জার্নি আজ শেষ হল। সেই ১৫ বছর আগে এখানে আমার অভিষেক ঘটেছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। সবাই জানেন, কেরিয়ারে হাইলাইট মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়।
বিশ্বজয়ী গোলকিপার আরও বলেন, আমার সাথি, ডিএফবির সমস্ত কর্মী, কোচেরা, গোলকিপার কোচ, স্টাফ মেম্বার এবং অবশ্যই টিমমেটদের ধন্যবাদ জানাই। এবং প্রিয় ভক্তেরা, তোমরা সবরকম পরিস্থিতিতে আমাকে সমর্থন করেছ। তোমাদের অনেক ধন্যবাদ। আমি এই জার্সি পরতে ভালবাসতাম।
২০২৪ ইউরো কাপে স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শেষবার জার্মানির জার্সি পরে খেলেছিলেন নয়্যার। এবার শুধু ক্লাব ফুটবলে দেখা যাবে তাঁকে।
দেখুন অন্য খবর: