হায়দরাবাদ: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। নিজাম শহরে বিরিয়ানির সঙ্গে উইকেটও প্রস্তুত ইংল্যান্ড ব্যাটারদের জন্য। উইকেটের দুই-প্রান্তে ঘাস ছেঁটে ফেলা হয়েছে। মাঝে হাল্কা ঘাস রয়েছে। মনে করা হচ্ছে হায়দরাবাদের উইকেট স্লো টার্নার হতে চলেছে।
রাহুল দ্রাবিড় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন টেস্টে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেক্ষেত্রে উইকেটকিপার হিসেবে দলে ঢোকার সম্ভাবনা প্রবল কেএস ভারতের। বিরাট কোহলির পরিবর্ত ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। রজত পতিদার এসেছেন বিরাটের পরিবর্ত হিসেবে। আবারও উপেক্ষিত চেতেশ্বর পূজারা। রঞ্জিতে দ্বি-শতরান করা সত্ত্বেও উপেক্ষিত! তবে রজত পতিদারের খেলার সম্ভাবনা ক্ষীণ।
ভারতীয় থিঙ্কট্যাঙ্ক বেশি ভরসা করছে শ্রেয়স আইয়ারের ওপর। মঙ্গলবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন শ্রেয়স। থ্রো-ডাউন অনুশীলনের সময়। রাহুল দ্রাবিড়ও ক্ষণিকের জন্য চিন্তিত হয়ে পড়েছিলেন। পরে অবশ্য আবারও ব্যাট করতে আসেন শ্রেয়স আইয়ার। টিম সূত্রে খবর, তিনি এই মুহূর্তে ফিট রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার ব্যাপারে কোনও সংশয় নেই। কেএল রাহুল কত নম্বরে ব্যাট করবেন এখন সেটাই দেখার! চার অথবা পাঁচ নম্বরে নামতে পারেন। ইংল্যান্ড ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে উপমহাদেশীয় উইকেটে ভারতীয় স্পিনারদের মুখোমুখি হওয়া। ত্রিফলা স্পিনিং আক্রমণে নামতে পারে টিম ইন্ডিয়া-রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাডেজা-অক্ষর প্যাটেল। ভারতীয় সিমারদের মধ্যে থাকবেন জসপ্রীত এবং মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। চূড়ান্ত একাদশে মার্ক উড ছাড়া মেইনস্ট্রীম কোনও পেসার নেই। বেন স্টোকস কত ওভার বল করতে পারবেন এটা বড় প্রশ্ন? স্পিনার হিসেবে জ্যাক লিচ-রেহান আহমেদ তো রয়েছেনই, এছাড়া বৃহস্পতিবার ল্যাঙ্কাশায়ারের বাঁ-হাতি স্পিনার টম হার্টলে অভিষেক করতে চলেছেন ভারতের বিরুদ্ধে। ব্যাটার হিসেবে রয়েছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পপ, জো রুট এবং জনি বেয়ারস্টো। উইকেটকিপার হিসেবে থাকছেন বেন ফোকস। ভারতে ইংল্যান্ডের ‘বাজবল’ ট্যাকটিক্স কতটা ফলপ্রসূ হবে এখন সেটাই দেখার।
অন্য খবর দেখতে ক্লিক করুন: