জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৮ উইকেটে জয়ী ভারত। অর্ধশতরান সুদর্শন এবং শ্রেয়সের। ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
বলা যেতে পারে অভিষেকেই নজর কাড়লেন সাই সুদর্শন। ১১৭ রান চেজ করতে নেমে শুরুতেই উইকেট পতন হয় ভারতের। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। এরপর ৭৮ রানের পার্টনারশিপ হয় সুদর্শন এবং শ্রেয়সের মধ্যে। ৫২ রান করে ফেলুকায়োর বলে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। অন্যদিকে, ৪৩ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে যান এই ম্যাচে অভিষেক করা সাই সুদর্শন। মারলেন ৯টি বাউন্ডারি।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারকরাম। কিন্তু প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন ভারতীয় বোলাররা। আরশদীপ সিং এবং আভেশ খানের যুগলবন্দিতে প্রায় শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। একসময় ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭৩/৮। সেখান থেকে কিছুটা হাল ফেরানোর চেষ্টা করেন ফেলুকায়ো। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানের স্কোরে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান আরশদীপ সিং। এছাড়া, প্রোটিয়া ব্যাটার টনি দে জর্জি করেন ২৮ রান। ব্যাট হাতে ব্যর্থ রিজা হেনড্রিক্স(০), রাসি ভ্যান ডার ডুসে(০), মারকরাম(১২), হেনরিক ক্লাসেন(৬), ডেভিড মিলার(২)।
এদিন ভারতীয় বোলারদের মধ্যে ছাপ ফেলতে পারেননি মুকেশ কুমার। ৭ ওভারে ৪৬ রান দেন। কিন্তু উইকেট নিতে ব্যর্থ। অন্য দুই ফাস্ট বোলার দারুণভাবে ছাপ রাখেন। আরশদীপ সিং নেন ৫ উইকেট এবং আভেশ খান নেন ৪ উইকেট। ভারতীয় স্পিনার কুলদীপ যাদব নেন ১ উইকেট।