কলকাতা: নতুন চেহারায় এই সপ্তাহে শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)। এতদিন সপ্তাহের মঙ্গল এবং বুধবার (ভারতীয় সময়ে বুধ ও বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকত। নতুন ফর্ম্যাটে বৃহস্পতিতেও (ভারতীয় সময়ে শুক্রবার) খেলা রয়েছে। আজ রাতে রয়েছে ছ’টি ম্যাচ। তার মধ্যে তিন-চারটে ম্যাচের দিকে নজর থাকবে।
বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১০.১৫য় ফেয়েনুর্দের মুখোমুখি বেয়ার লেভারকুসেন। গত মরসুমে জাভি আলোনসোর (Xavi Alonso) হাতে পড়ে বদলে গিয়েছে লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের ১০ বছরের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছে তারা। আজ ফেয়েনুর্দের মাঠে খেলা হলেও ফেভারিট জার্মানির ক্লাবই।
আরও পড়ুন: ভেঙে ফেলা হবে ‘থিয়েটার অফ ড্রিমস’ ওল্ড ট্রাফোর্ড!
ভারতীয় সময় রাত ১২.৩০টায় (শুক্রবার) আটালান্টার বিরুদ্ধে খেলবে আর্সেনাল (Arsenal)। গত মরসুমে অপ্রতিরোধ্য লেভারকুসেনকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইতালির ক্লাব আটালান্টা। এবার চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করে প্রথম ম্যাচেই মুখোমুখি শক্তিশালী আর্সেনালের।
Rounding off Matchday 1 🍿#UCL pic.twitter.com/c1JoSNsXTc
— UEFA Champions League (@ChampionsLeague) September 19, 2024
লা লিগায় পাঁচ ম্যাচের পর ১০০ শতাংশ রেকর্ড ধরেছে একমাত্র বার্সেলোনা (FC Barcelona)। আজ রাতে তারা ফরাসি ক্লাব মোনাকোর মুখোমুখি। হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলছে বার্সা। আজকের ম্যাচে দানি ওলমো এবং ফারমিন লোপেজ খেলতে না পারলেও তারাই ফেভারিট। দুরন্ত ছন্দে খেলছেন ইউরো কাপ মাতানো তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।
স্পেনের আর এক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি আরবি লাইপজিগ। এই ম্যাচ হাড্ডাহাড্ডি হওয়ার সমূহ সম্ভাবনা। নজর থাকবে চেলসি থেকে মাদ্রিদে যাওয়া ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘারের দিকে। গত রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করেছেন তিনি। সমর্থকরাও তাঁকে আপন করে নিয়েছেন।
দেখুন অন্য খবর: