মুম্বই: অলৌকিক, অবিশ্বাস্য। ১৯৮৩ সালে কপিল দেবের ১৩৮ বলে অপরাজিত ১৭৫ এযাবত মিথ হয়ে ছিল। সেই ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের স্ট্রাইকের জেরে কেউ দেখতে পারেনি, কোনও হাইলাইটসও নেই। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংসের রেকর্ড থাকবে। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, মানব সভ্যতা থাকবে, ক্রিকেট থাকবে, ম্যাক্সওয়েলের এই ইনিংস বেঁচে থাকবে।
এ কী হেরিলাম? ২৯১ তাড়া করতে হবে, ৯১ রানে ৭ উইকেট। সেখান থেকে ম্যাচ জেতা তাও হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে। দৌড়তে পারছেন না, ১২৮ বলে অপরাজিত ২০১, ২১টা চার ১০টা ছয়। এরকম ইনিংস সত্যিই দেখিনি। আবার কবে দেখা যাবে জানি না। বিশ্বকাপের মঞ্চে এটাই সেরার সেরা ইনিংস। সত্যিই, এই খেলার কোনও ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না।
আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। আশাভঙ্গ হল আফগানিস্তানের। একই সঙ্গে আশা বাড়ল পাকিস্তান ও নিউজিল্যান্ডের।
Glenn Maxwell overcame adversities to smash a record double ton in an epic Australia win ⚡
He’s the @aramco #POTM 🏏#CWC23 | #AUSvAFG pic.twitter.com/EcfMPqqqAr
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 7, 2023