হামবুর্গ: ইউরোর (UEFA EURO 2024) কোয়ার্টার ফাইনালে শুক্রবার প্রথমে জার্মানি বনাম স্পেন (Germany vs Spain)। সেই মেগা ম্যাচের রেশ কাটতে না কাটতেই শুরু হবে আর এক মহারণ, ফ্রান্স বনাম পর্তুগাল (France vs Portugal)। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ২০১৬ সালে প্যারিসের মাটিতে ফ্রান্সকে হারিয়ে ইউরো জিতেছিল পর্তুগিজরা। তার ঠিক এক বছর হয়ে দেশের হয়ে অভিষেক ঘটে ১৭ বছরের এমবাপের। আট বছর আগের হারের বদলা নেওয়ার দায়িত্ব তাঁর কাঁধেই।
ছোট থেকেই রোনাল্ডোর ভক্ত এমবাপে, তাঁর ঘরের দেওয়াল জুড়ে সাঁটানো থাকত পর্তুগিজ মহাতারকার পোস্টার। নিজের সেই আইডলের বিরুদ্ধেই আজ নক আউট ম্যাচ। ৩৯ বছরের রোনাল্ডো এখন আর আগের ফর্মে নেই, তবু বক্সে তাঁর উপস্থিতির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাঁর একটা দৌড় দুজন ডিফেন্ডারকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে।
আরও পড়ুন: জার্মানির বিরুদ্ধে আজ স্পেনের ইতিহাস বদলের চ্যালেঞ্জ
Starting the quarter-finals with a bang 🤩@bookingcom | #EUROfixtures pic.twitter.com/9GcizAjNBr
— UEFA EURO 2024 (@EURO2024) July 5, 2024
রোনাল্ডো যেমন এই টুর্নামেন্টে গোলের মুখ দেখতে পারেননি, একই অবস্থা এমবাপেরও। অবশ্য নাকের চোটে এক ম্যাচ খেলেননি তিনি। শেষ ষোলোর ম্যাচে গোল না পেলেও কয়েকবার তাঁর সেই বিখ্যাত গতি এবং ড্রিবল দেখা গিয়েছে। আজ তাঁকে সামলানোর দায়িত্বে ৪১ বছরের ‘বুড়ো ঘোড়া’ পেপে।
পর্তুগালের আক্রমণও কম শক্তিশালী নয়। রোনাল্ডো তো আছেনই, তাঁর সঙ্গী রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভা, দিয়োগো জটারা। সব মিলিয়ে এক জমজমাট ম্যাচ হতে চলেছে। আজ ভারতীয় সময় রাত ১২.৩০টায় খেলা শুরু। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
দেখুন অন্য খবর: