কলকাতা: ১৫ বছর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) থেকে রিয়াল মাদ্রিদে (Real Madird) যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তারপরের ঘটনা ইতিহাস। রোনাল্ডোর যোগদানের সেই স্মৃতি উসকে দিলেন কিলিয়ান এমবাপে। নস্ট্যালজিয়ায় ‘আক্রান্ত’ হলেন রিয়াল সমর্থকরা।
বহুদিন আগেই এমবাপে জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদে খেলা তাঁর স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন সফল হল তাঁর। রোনাল্ডো এবং তাঁকে আইডল মানা এমবাপের রিয়ালে যোগের দিনে কাকতালীয়ভাবে একাধিক মিল। দুজনের কেউই দলে ঢুকে নিজেদের পছন্দের জার্সি নম্বর পাননি। রোনাল্ডোর মতোই এমবাপেকে শুরুতে পরতে হবে ৯ নম্বর জার্সি।
আরও পড়ুন: পেপ না ক্লপ! ইংল্যান্ডের পরবর্তী কোচ নিয়ে জল্পনা
পর্তুগিজ মহাতারকা যখন রিয়ালে আসেন, সে সময় তাঁর পছন্দের ৭ নম্বর জার্সি ছিল রাউলের দখলে। রাউল বিদায় নেওয়ার পর ৭ নম্বর দখল করেন রোনাল্ডো। এদিকে এমবাপে আপাতত করিম বেঞ্জেমার (Karim Benzema) ছেড়ে যাওয়া ৯ জার্সি নিচ্ছেন কারণ তাঁর পছন্দের ১০ নম্বর রয়েছে লুকা মদ্রিচের (Luka Modric) দখলে। আশা করা যায় আর এক মরসুমের পরেই মদ্রিচ বিদায় নেবেন।
9️⃣ @KMbappe 9️⃣#WelcomeMbappé pic.twitter.com/FFcoWesmbA
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) July 16, 2024
রোনাল্ডোকে যেদিন আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল খেলোয়াড় হিসেবে প্রদর্শন করা হয়, হাজার হাজার দর্শকের সামনে তিনি বলেন, “উনো, দোস, ত্রেস, হালা মাদ্রিদ।” অর্থাৎ এক, দুই, তিন, এগিয়ে চলো মাদ্রিদ। ঠিক একই কথা বলে উচ্ছ্বাসে মাতলেন এমবাপেও।
রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ (Florentino Perez) নিজের হাতে এমবাপেকে ৯ নম্বর জার্সি তুলে দেন। তার আগে অবশ্য ফরাসি তারকাকে বরণ করে নেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান (Zinedin Zidane)। ২৫ বছর বয়সি এমবাপে বলেন, “অনেক বছর ধরে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেছি, আজ সেই স্বপ্ন পূরণ হল। আমি খুশি, এই ক্লাবের জন্য প্রাণ দিয়ে দেব।”
দেখুন অন্য খবর: