কলকাতা: সর্বকালের সেরা ফুটবলার কে, এই প্রশ্নে এখন পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ লিওনেল মেসিকে (Lionel Messi) ভোট দেবেন। ক্লাবের হয়ে যা যা জেতা সম্ভব তা আগেই জেতা হয়ে গিয়েছিল। ২০২০ সাল পর্যন্ত আর্জেন্টিনার (Argentina) হয়ে ছিল না কোনও ট্রফি। ২০২১ থেকে ২০২৪-এ সে কোটাও পূর্ণ, দু’বার কোপা আমেরিকা (Copa America) এবং একবার বিশ্বকাপ তুলেছেন মেসি। এরপর তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকার কথা নয়।
এ পর্যন্ত ক্লাব ও দেশ মিলিয়ে ৪৫টি ট্রফি জিতেছেন মেসি। বার্সেলোনার হয়ে ৩৫, পিএসজির হয়ে তিনটি এবং আর্জেন্টিনার যুব ও সিনিয়র দল মিলিয়ে এই সংখ্যা। জানেন কি, ইউরোপের ৯টি সেরা সেরা দলের ক্যাবিনেটেও মেসির মতো ট্রফি নেই? এই তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাসের মতো হেভিওয়েট দল।
আরও পড়ুন: ৭ কোটি টাকা দিয়ে ঘোড়া কিনলেন স্যর অ্যালেক্স!
এক নজরে দেখে নেওয়া যাক মেসির থেকে কম ট্রফি জিতেছে কোন কোন বড় ক্লাব—
৯) জুভেন্তাস- ২০টি ট্রফি
৮) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- ২১টি ট্রফি
৭) চেলসি- ২১টি ট্রফি
৬) ইন্টার মিলান- ২২টি ট্রফি
৫) ম্যাঞ্চেস্টার সিটি- ২৩টি ট্রফি
৪) রিয়াল মাদ্রিদ- ৩১টি ট্রফি
৩) পিএসজি- ৩৬টি ট্রফি
২) বার্সেলোনা- ৩৭টি ট্রফি
১) বায়ার্ন মিউনিখ- ৪৪টি ট্রফি
দেখুন অন্য খবর: