কলকাতা: ইউরো কাপকে (Euro Cup) বিশ্বকাপের থেকে কঠিন টুর্নামেন্ট বলেছিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। এবার পাল্টা দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। এমবাপের কথা ভিত্তিহীন, কার্যত তাই প্রমাণ করলেন আর্জেন্টাইন মহাতারকা। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ইউরোপের দেশগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতা নেই, এমবাপের এই দাবিকেও নস্যাৎ করে দিয়েছেন মেসি।
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক বলেন, “ইউরো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তাতে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) খেলে না। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil) খেলে না, দু’ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলে না। এতগুলো বিশ্বজয়ী দল যেখানে খেলে না, সেই টুর্নামেন্টকে সবথেকে কঠিন বলা যায় না।”
আরও পড়ুন: ইউরো কাপ শুরুর মুখে ভাইরাস আক্রান্ত এমবাপেরা!
শুক্রবার শুরু হবে উয়েফা ইউরো কাপ (UEFA Euro 2024)। তার আগে এক সাক্ষাৎকারে ফ্রান্সের অধিনায়ক তথা সেরা তারকা এমবাপে বলেছিলেন, “আমার মতে বিশ্বকাপের থেকেও জটিল ইউরো কাপ, জেতা বেশি জটিল। যদি খেলার স্তরের কথা বলি তাহলে ইউরো বেশি কঠিন, কারণ আমরা একে অপরের বিরুদ্ধে প্রায়ই খেলি। কৌশলগতভাবে একই ধরনের ফুটবল।”
দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে এর আগেও সমালোচিত হয়েছিলেন এমবাপে। ২০২২ সালের মে মাসে তিনি বলেছিলেন, “দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। সেই কারণেই বিশ্বকাপের দিকে তাকালে দেখা যাবে, শুধু ইউরোপের দেশই জিতছে।” অদৃষ্টের পরিহাসে সেই বছরই বিশ্ব চ্যাম্পিয়ন হয় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। তাও এমবাপের দেশ ফ্রান্সকে ফাইনালে হারিয়ে। ফাইনালে হ্যাটট্রিক করেও কাপ জেতা হয়নি এমবাপের। প্রসঙ্গত, এবারের ইউরো কাপে ফ্রান্স অন্যতম ফেভারিট, এবং এই প্রথম কোনও টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে খেলবেন এমবাপে।
দেখুন অন্য খবর: