কলকাতা: ২০২১ সালে চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনা (FC Barcelona) ছেড়ে পিএসজিতে (PSG) চলে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সে সময় চোখের জল পড়েছিল কোটি কোটি বার্সা সমর্থকদেরও। সেই থেকে মেসির প্রত্যাবর্তনের আশায়, তাঁকে যথাযথ বিদায় জানানোর আশায় থেকেছেন তাঁরা। প্রত্যাবর্তন না ঘটলেও হয়তো বিদায় জানানোর সুযোগ পাবেন কাতালান ক্লাবের সমর্থকরা। কারণ আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা (Finalissima 2025) আয়োজিত হতে পারে বার্সেলোনার মাঠ ক্যাম্প নৌতে (Camp Nou)।
ফিনালিসিমার চতুর্থ এডিশনে মুখোমুখি মেসি এবং লামিনে ইয়ামালের (Lamine Yamal) দেশ। এই ম্যাচ খেলা হয় ইউরো কাপ এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে। যেমন ২০২২ সালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ইতালি। ইউরো চ্যাম্পিয়নদের ৩-০ চূর্ণ করেছিলেন মেসিরা। গোল করেন লাতারো মার্তিনেজ, অ্যাঙ্খেল দি মারিয়া এবং পাওলো দিবালা।
আরও পড়ুন: বিধ্বংসী লিভিংস্টোন, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
পরবর্তী ফিনালিসিমা ২০২৫ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা। আশা করা যায়, নীল-সাদা জার্সিতে তখনও খেলবেন মেসি। বার্সা সমর্থকরা মনেপ্রাণে তাই চাইছেন। ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরাকে উপযুক্ত বিদায় জানানোর এমন সুযোগ আর আসবে না। মেসি নিজেই অতীতে বলেছিলেন, যথাযথ বিদায় পাওয়ার যোগ্য তিনি।
ক্যাম্প নৌতে বিদায়ী অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে মেসি বলেছিলেন, “বার্সেলোনা আমার বাড়ি, আমি ক্লাবটাকে এবং সেখানকার মানুষদের ভালোবাসি। যদি এমন কিছু (বিদায়ী অনুষ্ঠান) হয় তাহলে আমি আনন্দের সঙ্গে ওখানে যাব।” মাত্র ১১ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন মেসি। প্রায় ২০ বছর সেখানে কাটিয়েছেন তিনি।