কলকাতা: মনে মনে কি একটু অপরাধ বোধে ভুগছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)? পার্থ টেস্টে মিচেল স্টার্ককে (Mitchell Starc) স্লেজ করেছিলেন তিনি। অজি পেসারের বল নাকি মন্থর গতির, ক্রিজে দাঁড়িয়ে তাঁকে এই কথাই বলেছিলেন যশস্বী। অ্যাডিলেডে দিনের প্রথম বলেই ভারতের তরুণ ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি।
স্টার্ক এদিন যেন অতিরিক্ত খিদে আর জেদ নিয়ে বল করলেন। যশস্বীর পর একে একে তাঁর শিকার কে এল রাহুল, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানা। ভারত ১৪১ রানে আট উইকেট হারিয়েছে, তার পাঁচটাই স্টার্কের। ৩৪ বছর বয়স হয়ে গিয়েছে, তবু এখনও ৯০ মাইল প্রতি ঘণ্টায় নাগাড়ে বল করে যেতে পারেন। তাঁকে গতি নিয়ে কটাক্ষ করা বোধহয় যশস্বীর ঠিক হয়নি। বাকি তিনটি উইকেটের দুটি নিয়েছেন স্কট বোল্যান্ড এবং একটি প্যাট কামিন্স।
আরও পড়ুন: অ্যাডিলেডে ফের গোলাপি আতঙ্ক, ব্যাটিং বিপর্যয় ভারতের
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। তিনি নিজে ওপেন করেননি, যশস্বী জয়সওয়ালের সঙ্গে মাঠে আসেন কে এল রাহুল (KL Rahul)। দিনের প্রথম বলেই স্টার্কের বলে এলবিডব্লু হলেন যশস্বী। এরপর শুভমান গিল এবং রাহুল ইনিংস এগিয়ে নিয়ে যান। স্কট বোল্যান্ডের বলে আউট হয়ে গিয়েছিলেন রাহুল, কিন্তু নো বল ঘোষণা করেন আম্পায়ার। যদিও ভাগ্য বেশিক্ষণ সঙ্গ দেয়নি তাঁর। স্টার্কের বলে খোঁচা দিয়ে ফেরেন রাহুল।
এরপরে প্যাভিলিয়নে ফেরার ছোটখাটো মিছিল শুরু হয়। পরপর আউট হন গিল, বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা। পার্থ টেস্টের প্রথম ইনিংসের ঢঙেই ফের আউট হলেন কোহলি। এদিকে মাত্র ৩ করে সাজঘরে ফিরলেন অধিনায়ক। নতুন গোলাপি বলের সুইং থেকে তাঁকে সুরক্ষা দিতে পাঁচে নামানো হয়েছিল। কিন্তু বোল্যান্ডের বলের সিম মুভমেন্ট তাঁর ডিফেন্স ভেঙে দিল।
দেখুন অন্য খবর: