কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি (Moeen Ali)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজের দলে সুযোগ পাননি ৩৭ বছর বয়সি মইন। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন তিনি। ইংল্যান্ডের (England) জার্সিতে শেষবার ২৭ জুন টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন অলরাউন্ডার। গায়ানার মাঠের সেই ম্যাচই তাঁর শেষ হয়ে থাকল।
মইন বলেন, “আমার ৩৭ বছর বয়স এবং এই মাসের অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। আমি ইংল্যান্ডের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছি। এবার পরবর্তী প্রজন্মের পালা, এবং এটাই আমাকে ব্যাখ্যা করা হয়েছিল। আমার মনে হল অবসর নেওয়ার এটাই ঠিক সময়। আমার দিক যা করা সম্ভব ছিল করেছি।” প্রসঙ্গত, ২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেন মইন।
আরও পড়ুন: ফ্রান্সকে হারাল ইতালি, জার্মানি দিল ৫ গোল
সব ধরনের ফর্ম্যাটে ইংল্যান্ড দলে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন এই অলরাউন্ডার। বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার এবং ডান হাতি অফস্পিনার ছিলেন। দেশের হয়ে খেলেছেন ৬৮টি টেস্ট, ১৩৮টি ওডিআই এবং ৯২টি টি-২০ ম্যাচ। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৬৬৭৮ রান করেছেন মইন, আছে আটটি শতরান এবং ২৮টি অর্ধশতরান। এর সঙ্গে নিয়েছেন ৩৬৬টি উইকেট।
মইন বলেন, “আমি খুবই গর্বিত। ইংল্যান্ডের হয়ে যখন অভিষেক করি তখন জানতাম না কতগুলো ম্যাচ খেলতে পারব। আমার প্রথম কয়েকটা বছরে শুধু টেস্ট ক্রিকেটই খেলেছি। যখন মর্গ (এয়ন মর্গ্যান) একদিনের দলের দায়িত্ব নিল, সে সময় খেলে খুব মজা পেয়েছিলাম। তবে টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট।”