কলকাতা টিভি ওয়েবডেস্ক: লড়াইটা শুধু তাঁর ছিল না| তাঁকে ঠিক সময় মতো সুস্থ করে মাঠে ফেরানোর কঠিন চ্যালেঞ্জটা ছিল চিকিত্সকদের সামনেও| আর দুবাইয়ের হাসপাতালে রিজওয়ানের চিকিত্সার দায়িত্বে ছিলেন আবার এক ভারতীয়| আপ্রাণ চেষ্টাতে রিজওয়ানকে সুস্থ করে মাঠে ফিরিয়েছিলেন তিনি| সাহির সাইনালবদিনকে ধন্যবাদ জানিয়ে নিজের জার্সি উপহার পাক ওপেনার মহম্মদ রিজওয়ানের|
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পাকিস্তান| তার আগই পাক শিবিরে আতঙ্কের আবহ তৈরি হয়েছিল| জ্বর, সেইসঙ্গে চেস্ট ইনফেক্সন নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহম্মদ রিজওয়ানকে| বিশ্বকাপের মঞ্চে নামা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর|
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে একটাই কথা ছিল তাঁর মুখে| যেভাবেই হোক সুস্থ হয়ে সেমিফাইনালে দলে ফিরতে চান তিনি| আর রিজওয়ানের চিকিত্সার দায়িত্বে ছিলেন এক ভারতীয় সাহির সাইনালবদিনকে| তাঁর কাছেই বারবার করে দ্রুত সুস্থ করার আবেদন জানিয়েছিলেন রিজওয়ান|
সেই থেকেই প্রচেষ্টা শুরু| অবশেষে রিজওয়ানকে পুরোপুরি সুস্থ করে তোলেন তিনি| শুধু তাই নয় মাঠে নামার জন্যও একেবারে প্রস্তুত ছিলেন মহম্মদ রিজওয়ান| আর এতেই ভারতীয় চিকিত্সকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তান দলের তারকা ওপেনার মহম্মদ রিজওয়ান|
নিজের জার্সি উপহার দিয়েই ধন্যবাদ জানিয়েছেন মহম্মদ রিজওয়ান| আর তাতেই আপ্লুত সেই ভারতীয় চিকিত্সকও| এই ছব সোশ্যাল সাইটে দেখে সকলেই খুশি|