কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট সিরিজের মাঝে নেটে ভারতের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে বল করতে দেখা গিয়েছিল মহম্মদ শামিকে (Mohammad Shami)। হঠাৎ করেই বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) তাঁর খেলার জল্পনা জোরদার হয়। কিন্তু অস্ট্রেলিয়া সফরের দলে শামির ঠাঁই হয়নি। শোনা যায়, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) এক-দুটো ম্যাচ না খেললে তাঁর জাতীয় দলে ফেরা সম্ভব নয়। অপেক্ষার অবসান, বুধবার রঞ্জিতে প্রত্যাবর্তন ঘটছে ডানহাতি পেসারের।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার (Bengal) হয়ে মাঠে নামবেন শামি। ৩৫৯ দিন অর্থাৎ প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবেন তিনি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে শেষবার বল করতে দেখা গিয়েছিল শামিকে। তারপরেই হাঁটুর চোট তাঁকে মাঠের বাইরে করে দেয়। অস্ত্রোপচার করে দীর্ঘদিন পর মাঠে ফিরতে চলেছেন।
আরও পড়ুন: ধোনিকে নিয়ে বিরাট আপডেট দিলেন সিএসকে-র সিইও!
শামির রঞ্জি খেলা অবশ্যই এক চিত্তাকর্ষক প্রশ্নের জন্ম দিচ্ছে। ২২ নভেম্বর শুরু হতে চলা বর্ডার-গাভাসকর সিরিজে কি তাঁকে দলে নেওয়া হবে? এখনই হয়তো তেমন কিছু হবে না। তবে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজে পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোটাই দস্তুর। সে কারণেই জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে স্কোয়াডে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানা। কিন্তু কেউ একজন চোট পেয়ে গেলে শামির ভাগ্য খুলতেই পারে।
দেখুন অন্য খবর: