Placeholder canvas
HomeScrollসেমিফাইনালে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন শামি

সেমিফাইনালে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন শামি

মুম্বই: মাইলফলকের সামনে মহম্মদ শামি (Mahammad Shami)। বুধবার নিউ জল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন বাংলার এই বোলার। বিশ্বকাপে ভাল ফর্মে থাকা শামির চোখ ১০১-এ। দেশকে ফাইনালে তুলতে চান তিনি।

গত রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৯ তম এক দিনের ম্যাচ খেলেছিলেন শামি। বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল তাঁর ক্রিকেট জীবনের ১০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১৬টি উইকেট নিয়েছেন শামি। দু’বার ৫ উইকেট পেয়েছেন। এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এখনও পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে তিনিই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট টেকার।

আরও পড়ুন: আজ সেমিফাইনালে ভারতের প্রথম এগারোয় কারা?

প্রতিপক্ষ আবার কিউয়িরা, যারা ২০১৯ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালেই ছিটকে দিয়েছিল। কাজেই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। অনেকেই বলছেন, সেমিফাইনালটাই রোহিত শর্মাদের (Rohit Sharma) গাঁট। এই বাধা পেরতে পারলে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এতসব নেতিবাচক ফ্যাক্টরের পাশাপাশি এটা বলতেই হবে, ভারত যে মানের ক্রিকেট খেলছে তাতে তাদের রোখার সাধ্য কারও নেই। নিতান্ত অঘটন ছাড়া বিপর্যয় অসম্ভব।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments