কলকাতা: শীর্ষস্থান মজবুত করার লক্ষ্যে আর কিছুক্ষণের মধ্যেই যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এদিন তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ঘরের মাঠে প্রচুর দর্শক সমর্থন নিয়ে খেলে কেরালার দল। আজ যুবভারতীর শব্দব্রহ্ম কী জিনিস টের পাবে তারা। তার উপর শেষ পাঁচ ম্যাচে অপরাজিত মোহনবাগান, একটা ড্র আর চারটেই জয়। কাজেই আজ ড্র করতে পারলে সেটা কেরালার জন্য জয়ের সমান।
আরও পড়ুন: বুমরার শুধু সাদা বলের ক্রিকেট খেলা উচিত: শোয়েব আখতার
১০ ম্যাচে ২৩ পয়েন্ট বাগানের। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ১১ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়েছে। এই মুহূর্তে গোয়ার বিরুদ্ধে ১২ নম্বর ম্যাচ খেলছে তারা। এখন পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে আছেন সুনীল ছেত্রীরা। এই ফলাফলে খেলা শেষ হলে সবুজ-মেরুনের পোয়াবারো। কারণ এরপর কেরালাকে হারাতে পারলেই হোসে মোলিনার (Jose Molina) দল এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে।
দেখুন অন্য খবর: